ব্রিটেনে ব্যবসা বিক্রির সাত প্রস্তাব খতিয়ে দেখছে টাটা

ব্রিটেনে টাটা স্টিলের লোকসানে চলা ব্যবসা কেনার জন্য দর দিয়ে সাতটি আগ্রহপত্র জমা পড়েছে বলে জানাল সংস্থার ইউরোপীয় শাখা। দেখা হচ্ছে একটি প্রস্তাব অন্যটির থেকে কতটা ভাল ও উপযোগী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০৩:০৯
Share:

ব্রিটেনে টাটা স্টিলের লোকসানে চলা ব্যবসা কেনার জন্য দর দিয়ে সাতটি আগ্রহপত্র জমা পড়েছে বলে জানাল সংস্থার ইউরোপীয় শাখা। দেখা হচ্ছে একটি প্রস্তাব অন্যটির থেকে কতটা ভাল ও উপযোগী। টাটা স্টিল গোষ্ঠীর এগ্‌জিকিউটিভ ডিরেক্টর কৌশিক চট্টোপাধ্যায় বলেন, ‘‘দরপত্রগুলি ব্রিটেনের শাখাগুলি চালু রাখার পথ দেখাবে বলে মনে হচ্ছে।’’ এগুলির ব্যাপারে ব্রিটিশ সরকারের মত নেওয়া হবে বলে জানিয়েছে টাটা স্টিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement