টিউনিশিয়ায় কারখানা টাটা মোটরসের

টিউনিশিয়ায় নতুন কারখানা চালু করল টাটা মোটরস। এখানে তাদের পিক-আপ ট্রাক এবং বিভিন্ন মডেলের ছোট বাণিজ্যিক গাড়ি তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। চলতি মাসেই যার উৎপাদন শুরু হওয়ার কথা। সেখানকার স্থানীয় সংস্থা আইকার এসএ-র সঙ্গে যৌথ উদ্যোগে এখানে কারখানাটি চালাবে টাটা মোটরস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৪:০৬
Share:

টিউনিশিয়ায় নতুন কারখানা চালু করল টাটা মোটরস। এখানে তাদের পিক-আপ ট্রাক এবং বিভিন্ন মডেলের ছোট বাণিজ্যিক গাড়ি তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। চলতি মাসেই যার উৎপাদন শুরু হওয়ার কথা। সেখানকার স্থানীয় সংস্থা আইকার এসএ-র সঙ্গে যৌথ উদ্যোগে এখানে কারখানাটি চালাবে টাটা মোটরস।

Advertisement

আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা ছড়ানোয় উদ্যোগী হয়েছে ভারতীয় গাড়ি নির্মাতাটি। সে ক্ষেত্রে টিউনিশিয়ার এই কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই জানিয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ি বিভাগের প্রধান আরটি ওয়াসান। আগামী দিনে এখানে বিক্রি বাড়াতে গাড়ি তৈরির ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ এবং উন্নত বিপণন ব্যবস্থাকে কাজে লাগানো হবে বলে তাঁর দাবি।

আইকার এসএ-পর সঙ্গে মিলে এই কারখানায় টাটা জেনন পিক-আপ ট্রাক এবং এস ও সুপার এস মডেলের ছোট বাণিজ্যিক গাড়ি তৈরি করা হবে বলে জানান ওয়াসান। একই সঙ্গে নতুন গাড়ি আনা এবং বর্তমানে বাজারে রয়েছে এমন গাড়ির উন্নত সংস্করণ তৈরির উপরও জোর দেবে টাটা মোটরস। এ বিপণন এবং বিক্রি পরবর্তী পরিষেবা দেখাশোনা করবে লে মোটর এসএ। সেপ্টেম্বর থেকেই টিউনিশিয়ার বাজারে আসবে টাটা মোটরসের এই গাড়িগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement