Hooghly Rape Case

বন্ধ হিন্দমোটর কারখানায় নাবালিকাকে ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও দুই, মূল অভিযুক্ত ‘তৃণমূলকর্মী’র বন্ধু তাঁরা

হিন্দমোটর-কাণ্ডে এর আগেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাকড়াও করা হয় নির্যাতিতার এক বন্ধুকেও। ওই নাবালকের সঙ্গে মেয়েটি বন্ধ হয়ে যাওয়া হিন্দমোটর কারখানায় ঢুকেছিল। তার পরেই মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৬:৪১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হুগলির বন্ধ হিন্দমোটর কারখানায় ঘুরতে যাওয়া নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন দুই যুবক। ধর্ষণের সময় মূল অভিযুক্ত ‘তৃণমূলের কর্মী’ এবং নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে দাবি করা যুবকের বন্ধু তাঁরা।

Advertisement

হিন্দমোটর-কাণ্ডে এর আগেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাকড়াও করা হয় নির্যাতিতার এক বন্ধুকেও। ওই নাবালকের সঙ্গে মেয়েটি বন্ধ হয়ে যাওয়া হিন্দমোটর কারখানায় ঢুকেছিল। তার পরেই মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

গত ৮ জানুয়ারি থেকে এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপাড়া থানা এলাকায়। সেই রাজনৈতিক তরজা জারি রয়েছে। বিজেপি এবং সিপিএমের অভিযোগ, ধর্ষণে মূল অভিযুক্ত নিজেকে তৃণমূলের যুব নেতা এবং সিভিক ভলান্টিয়ার দাবি করে এলাকায় তোলাবাজি করতেন। তাঁর দুষ্কর্ম নিয়ে এতদিন কোনও পদক্ষেপ করেনি শাসকদল বা পুলিশ। এখন ধর্ষণের মতো অপরাধে অভিযুক্ত হিসাবে তাঁর নাম জড়ানোর পর তৃণমূল জানিয়ে দিয়েছে, তিনি দলের কেউ নন।

Advertisement

অন্য দিকে, গ্রেফতারির পরেই পুলিশ জানিয়ে দেয়, অভিযুক্ত আদৌ সিভিক ভলান্টিয়ারের কাজ করেন না। বিরোধীদের দাবি, প্রথম থেকেই অভিযুক্তকে আড়াল করতে চাইছে পুলিশ। যদিও ওই ‘তৃণমূলকর্মী’র আরও দুই সঙ্গীকে পাকড়াও করেছে পুলিশ। বুধবার তাঁদের শ্রীরামপুর আদালতে হাজির করানো হবে বলে জানা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement