নতুন বছরে টাটা মোটরসের উপহার জিকা

চলতি বছরের জানুয়ারিতে টাটা মোটরস বাজারে এনেছিল বোল্ট। সংশ্লিষ্ট সূত্রের খবর, ঠিক একই পথে হেঁটে আগামী বছরের জানুয়ারিতে দেশের বাজারে অভিষেক ঘটবে জিকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা, কলকাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ০৩:০৯
Share:

বোল্ট-এর পরে এ বার জিকা।

Advertisement

চলতি বছরের জানুয়ারিতে টাটা মোটরস বাজারে এনেছিল বোল্ট। সংশ্লিষ্ট সূত্রের খবর, ঠিক একই পথে হেঁটে আগামী বছরের জানুয়ারিতে দেশের বাজারে অভিষেক ঘটবে জিকার। টাটাদের নতুন ছোট গাড়ি (হ্যাচব্যাক)। সোমবার সংস্থা বিষয়টির উপর থেকে পর্দা সরিয়েছে জিকা-র ছবি প্রকাশ করে। তবে বিশদে কোনও তথ্য প্রকাশ করেনি। শুধু জানিয়েছে, সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে গাড়িটি তৈরি করছে তারা। পরিকল্পনা পর্বে যার ‘কোড’ নাম ছিল কাইট। পেট্রোল ও ডিজেল, দু’ধরনের ইঞ্জিনেই মিলবে জিকা।

দাম সম্পর্কে কিছু না-জানানো হলেও বিশেষজ্ঞদের ধারণা, বোল্টের চেয়ে জিকার দাম কিছুটা কমই হবে। এখন কলকাতায় বোল্টের দাম শুরু হয় ৪.৬৭ লক্ষ টাকা থেকে।

Advertisement

সম্প্রতি কুইড গাড়ি এনে দেশের ছোট গাড়ির বাজারে নতুন প্রতিযোগিতা শুরু করেছে ফরাসি সংস্থা রেনো। সংশ্লিষ্ট মহলের দাবি, গুণগত মান ধরে রাখতে পারলে সেই বাজারে ক্রেতাদের কাছে বিকল্প হয়ে উঠতে পারে জিকা। সংশ্লিষ্ট মহলের প্রায় সকলেই মনে করছেন, হুন্ডাই-এর আই-টেন, গ্র্যান্ড, মারুতির সেলেরিও বা শেভ্রোলে বিটের সঙ্গে জোরদার টক্কর নেবে জিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement