Home Loan

ভর্তুকি মিলবে আয়কর দফতরের মাধ্যমে, গৃহঋণে বদল আনছে কেন্দ্র

প্রথম বারের জন্য যাঁরা বাড়ি বা ফ্ল্যাট কেনেন, তাঁদের বার্ষিক রোজগার ১৮ লক্ষ টাকার কম হলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই ভর্তুকির সুবিধা পেয়ে থাকেন। ২০ বছরে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা আর শুরুতেই পেয়ে যান সর্বোচ্চ দুই থেকে আড়াই লক্ষ টাকা। গত বছরের ডিসেম্বর পর্যন্ত সুবিধাপ্রাপ্তের সংখ্যা প্রায় ৩.৮ লক্ষ ছুঁয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৯:০১
Share:

গ্রাফিক- শৌভিক দেবনাথ।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রথম বারের জন্য বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় ভর্তুকি পাওয়ার পদ্ধতিতে বদল আনছে কেন্দ্র। নতুন ব্যবস্থায় আয়কর দফতরের মাধ্যমে দেওয়া হবে ভর্তুকি। এর ফলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে ভর্তুকি পৌঁছে দেওয়া যাবে। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগেই এই নয়া ব্যবস্থা চালু হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্র।

Advertisement

এত দিন বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে ভর্তুকির সুবিধা পেতেন নতুন ফ্ল্যাটের ক্রেতারা। নতুন ব্যবস্থায় কে সুবিধা পাবেন, তা ঠিক করা হবে আয়কর দফতরের তথ্যভাণ্ডার বা ডেটাবেস থেকে। আয়কর দফতর থেকে শংসাপত্র পেলে, তবেই ভর্তুকির সুবিধা পেতে পারবেন ক্রেতারা।

প্রথম বারের জন্য যাঁরা বাড়ি বা ফ্ল্যাট কেনেন, তাঁদের বার্ষিক রোজগার ১৮ লক্ষ টাকার কম হলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই ভর্তুকির সুবিধা পেয়ে থাকেন। ২০ বছরে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা আর শুরুতেই পেয়ে যান সর্বোচ্চ দুই থেকে আড়াই লক্ষ টাকা। গত বছরের ডিসেম্বর পর্যন্ত সুবিধাপ্রাপ্তের সংখ্যা প্রায় ৩.৮ লক্ষ ছুঁয়েছে।

Advertisement

আরও পড়ুন: ১০ কোটি টাকা জমা রেখে কার্তিকে বিদেশে যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই সংখ্যা আরও বাড়ানোর পক্ষপাতী কেন্দ্র। আরও বেশি সংখ্যক মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসতেই আয়কর দফতরের মাধ্যমে ভর্তুকি দেওয়ার কথা ভেবেছে কেন্দ্র।

আরও পড়ুন: ৩১ হাজার কোটির ব্যাঙ্ক ঋণ নয়ছয়ের অভিযোগ ডিএইচএফএলের বিরুদ্ধে

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অর্থমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও হয়েছে বিভিন্ন ব্যাঙ্কের। খুব শীঘ্রই এই ঘোষণা করা হবে আবাসন মন্ত্রকের তরফে।

(কোথায় বিনিয়োগ করবেন, কীভাবে বিনিয়োগ করবেন, কোথায় টাকা রাখবে বাঁচবে ট্যাক্স - জানতে পড়ুন আমাদের ব্যবসা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন