লাভ বাড়াতে নগদহীন লেনদেনই ঘুঁটি টেলি সংস্থার

নগদহীন লেনদেনে জোর দিতে সরকারের উদ্যোগ জ্বালানি জোগাচ্ছে টেলিকম সংস্থার ব্যবসায়। যার কেন্দ্রে রয়েছে মোবাইল ওয়ালেট ও পেমেন্টস ব্যাঙ্কের মতো আর্থিক পরিষেবা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ০২:২৮
Share:

নগদহীন লেনদেনে জোর দিতে সরকারের উদ্যোগ জ্বালানি জোগাচ্ছে টেলিকম সংস্থার ব্যবসায়। যার কেন্দ্রে রয়েছে মোবাইল ওয়ালেট ও পেমেন্টস ব্যাঙ্কের মতো আর্থিক পরিষেবা।

Advertisement

ভোডাফোন যেমন নেমেছে তাদের মোবাইল ওয়ালেট পরিষেবা এমপেসা-কে আরও ছড়ানোর কাজে। ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের জন্য তারা এনেছে এমপেসা-পে। নগদের আকালে ক্রেতার থেকে পাওনা আদায়ের ব্যবস্থা এটি। ভোডাফোনের দাবি, এ জন্য এমপেসা-পে অ্যাপটি মোবাইলে ডাউনলোড করার পরে সেটি থেকে ক্রেতাকে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া যাবে। ক্রেতা তাঁর মোবাইলে এমপেসা-র ওয়ালেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড মারফত তা মেটাবেন।

অন্য দিকে, এয়ারটেল এনেছে পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা। রাজস্থানের পরে পাইলট প্রকল্পে হিসেবে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানাতেও পেমেন্টস ব্যাঙ্ক চালু করেছে তারা। যার মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন গ্রাহক। টাকা পাঠানো যাবে কোনও এয়ারটেল নম্বরে। খোলা যাবে সেভিংস অ্যাকাউন্ট। তাতে সুদও মিলবে। জমা করা যাবে ১ লক্ষ পর্যন্ত টাকা। এয়ারটেলের দাবি, নগদহীন লেনদেনে উৎসাহ দিতে আমজনতাকে সচেতন করার কর্মসূচিও নিচ্ছে তারা। যেখানে সাধারণ ফোনেও যে ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যায়, তা প্রচার করা হবে। উৎসাহিত করা হবে পেমেন্টস ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement