টেলি শিল্পের আর্জি

মোবাইল হ্যান্ডসেট কেনার জন্য পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহারের অনুমতি দিতে অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে আর্জি জানাল সংশ্লিষ্ট শিল্পের সংগঠন ইন্ডিয়ান সেলুলার অ্যাসোসিয়েশন।

Advertisement
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০২:৩৯
Share:

মোবাইল হ্যান্ডসেট কেনার জন্য পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহারের অনুমতি দিতে অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে আর্জি জানাল সংশ্লিষ্ট শিল্পের সংগঠন ইন্ডিয়ান সেলুলার অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, পুরনো নোট বাতিলের জেরে নগদের অভাব এতটাই ধাক্কা দিয়েছে তাদের যে, হ্যান্ডসেট বিক্রি ৫০% নেমে গিয়েছে। এবং আগামী দিনে তা আরও কমার আশঙ্কা। নগদের অভাবে মার খাচ্ছে উৎপাদনও। অথচ নগদহীন আর্থিক লেনদেন বাড়ানোর যে-ব্রত নিয়েছে সরকার, তার কেন্দ্রে মোবাইল ফোনই রয়েছে বলে দাবি তাদের। জেটলির কাছে ওই শিল্পের অনুরোধ, আধার কার্ড বা ভোটার কার্ডের মতো বৈধ পরিচয়পত্র দেখে ৩০ দিনের জন্য সংস্থাগুলিকে পুরনো নোট নিতে অনুমতি দেওয়া হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement