সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি সুব্রত রায়ের

সহারা কর্তা সুব্রত রায়কে কিছুটা স্বস্তি দিয়ে তাঁর প্যারোলে মুক্তির মেয়াদ আপাতত আরও এক সপ্তাহ বাড়াল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি এ মাসের ২৮ তারিখে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২১
Share:

সহারা কর্তা সুব্রত রায়কে কিছুটা স্বস্তি দিয়ে তাঁর প্যারোলে মুক্তির মেয়াদ আপাতত আরও এক সপ্তাহ বাড়াল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি এ মাসের ২৮ তারিখে।

Advertisement

তবে সহারা-সেবি মামলার শুনানি ঘিরে শুক্রবার চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয় সহারার আইনজীবী রাজীব ধবনের মন্তব্যে। যা আদালত অবমাননার সামিল বলে অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ। শুধু ভর্ৎসনাতেই থেমে থাকেনি শীর্ষ আদালত। প্যারোলে মুক্তির নির্দেশ বাতিল করে দিয়ে সুব্রত রায়কে এক সপ্তাহের মধ্যে জেলের কুঠুরিতে ফিরে যাওয়ার নির্দেশও দেয় তারা। এর পরেই পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি সুপ্রিম কোর্টে ছুটে আসেন সহারার আর এক আইনজীবী কপিল সিব্বল। ধবনের মন্তব্যের জন্য সহারা কর্তার হয়ে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান তিনি। আশ্বাস দেন, এমন ঘটনার পুনরাবৃত্তি আরও কখনও হবে না। তার পরেই পরিবেশ কিছুটা শান্ত হয়। শীর্ষ আদালত সুব্রতবাবুকে জেলে ফেরানোর আগের নির্দেশে সাময়িক ভাবে স্থগিতাদেশ দেয় ও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ায় তাঁর মুক্ত থাকার মেয়াদ।

উল্লেখ্য, দু’বছরের বেশি জেলে কাটানোর পরে সুব্রতবাবু প্রথম বার প্যারোলে মুক্তি পেয়েছিলেন মে মাসে। যা কয়েক দফায় বেড়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন