GST

ভুল বুঝিয়েছিলেন অমিত মিত্র, মমতার জিএসটি-অভিযোগের পর ব্যাখ্যা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী

এক্স-এ অমিত লিখেছেন, তিনি ২০০৯-এ মমতার নজরে এনেছিলেন ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পকে(এমএসএমই) কী ভাবে অক্টোপাসের মতো চেপে ধরেছে রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ১৭ রকমের কর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:০১
Share:

অমিত মিত্র। — ফাইল চিত্র।

গত ১৮ ডিসেম্বর শিল্প মহলের সামনে জিএসটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখেপড়েন তাঁরই মুখ্য প্রধান উপদেষ্টা অমিত মিত্র। মমতার অভিযোগ ছিল, জিএসটি নিয়ে অমিত তাঁকে ভুল বুঝিয়েছিলেন। ঘটনার ছ’দিন বাদে সমাজমাধ্যমে বিশদে জবাব দিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। তবে বিষয়টি নিয়ে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

এক্স-এ অমিত লিখেছেন, তিনি ২০০৯-এ মমতার নজরে এনেছিলেন ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পকে(এমএসএমই) কী ভাবে অক্টোপাসের মতো চেপে ধরেছে রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ১৭ রকমের কর। একটি করের জমানা (জিএসটি) স্বচ্ছ ভাবে চালু হলে এমএসএমই বাঁচবে মনে হয়েছিল। ছোট শিল্প সম্পর্কে সহানুভূতিশীল মমতাও তাই জিএসটির পক্ষ নেন।অমিতের কথায়, ‘‘এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পরামর্শ দিয়েছিলাম। তিনিও ছোট সংস্থাগুলির সমস্যা বুঝে সায় দেন। কিন্তু ২০১৭-র জুলাইয়ে প্রচারলোভী কেন্দ্র প্রস্তুত না হয়েই জিএসটি চালু করে দেয়। যখন তার পরিকাঠামো তৈরি ছিল না।’’

অমিতের দাবি, জিএসটি নিয়ে একের পর এক ভুল করেছে কেন্দ্র। তারই ফল ৯৫৫টি বিজ্ঞপ্তি প্রকাশ, ৭৫৪টি নির্দেশিকা, রিটার্ন দাখিলের জন্য ১৯২ রকমের ফর্ম চালু। কেন্দ্রীয় জিএসটি আইনে ৮৬টি সংশোধনী ও তার ধারায় ১৪৭টি সংশোধনীও আনা হয়েছে। প্রতারণা হয়েছে ২ লক্ষকোটি টাকার বেশি। এতে স্পষ্ট অদক্ষ, অযোগ্য ও মমতাহীন এই সরকারের আমলে ছোট শিল্পের টুঁটি টিপে ধরতে ফিরে এসেছে অক্টোপাসে শুঁড়। অমিতের বার্তা, এখন সকলে বুঝছেন কেন মমতা জিএসটি নিয়ে এত ক্ষুব্ধ, যা এমএসএমই-কে মেরে ফেলছে। দেশের মোট শিল্পের ৯২% জুড়ে যারা।

যদিও বিরোধীদের দাবি, জিএসটি নিয়ে রাজ্যের তরফে কথা চালাতেন অমিতই। ফলে তিনি দায় অস্বীকার করতে পারেন না। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি বলেন, ‘‘এ ভাবে নিজের প্রাক্তন মন্ত্রীকে দায়ী করা দুঃখজনক ঘটনা। আসলে মমতা নিজে দায় নেবেন না। তাই তা অমিতের উপর চাপিয়েছেন। এর থেকে স্পষ্ট রাজ্য আর্থিক সঙ্কটে রয়েছে।’’ জিএসটি-র সমস্যা প্রসঙ্গে অশোকের দাবি, কোনও কর ব্যবস্থা চালুর পরে কিছু ফাঁকফোকর বেরোয়। তা সরকার সংশোধনও করে নেয়। এটা স্বাভাবিক। আখেরে এই করে সব পক্ষেরই লাভ হয়েছে। গত সপ্তাহে শিল্প সম্মেলনের দিন মমতা অভিযোগ করেছিলেন, ‘‘অমিত মিত্রই পরামর্শ দিয়েছিলেন এটিকে সমর্থন করার। এখন তাঁকেই জবাব দিতে হবে কেন জিএসটিতে এত টাকা কাটা হচ্ছে।’’ সংশ্লিষ্ট মহলের দাবি, মমতার তোপের আসল কারণ যেকেন্দ্রের ব্যর্থতা, এ দিন সেই ব্যাখ্যাই কার্যত দিতে চেয়েছেন অমিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন