Cyber Fraud

সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে প্রায় ২৩ হাজার কোটি খুইয়েছেন সাধারণ মানুষ!

সরকারের দেওয়া তথ্যে দেখা গিয়েছে, ২০২৪ সালে সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে ২২,৮৪৫.৭৩ কোটি টাকা খুইয়েছেন নাগরিকেরা। যা ২০২৩ সালের তুলনায় ২০৬% বেশি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০৬:৩৪
Share:

সাইবার অপরাধের সংখ্যাও দুশ্চিন্তা বাড়িয়েছে সরকারের। —প্রতীকী চিত্র।

সাইবার প্রতারণা এবং তাতে খোওয়া যাওয়া টাকার অঙ্ক প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্চয় কুমারের দেওয়া পরিসংখ্যানে সেটাই স্পষ্ট হয়েছে। সরকারের দেওয়া তথ্যে দেখা গিয়েছে, ২০২৪ সালে সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে ২২,৮৪৫.৭৩ কোটি টাকা খুইয়েছেন নাগরিকেরা। যা ২০২৩ সালের তুলনায় ২০৬% বেশি। সে বছর এই পরিমাণ ছিল ৭৪৬৫.১৮ কোটি।

সাইবার অপরাধের সংখ্যাও দুশ্চিন্তা বাড়িয়েছে সরকারের। ২০২১-এ এই ধরনের প্রতারণার অভিযোগ জানানোর জন্য ‘সিটিজ়েন ফিনান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিএফসিএফআরএমএস) তৈরি করে কেন্দ্র। সেখানে এবং ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের’ (এনসিআরপি) তথ্য অনুযায়ী, ২০২২ সালে এই ধরনের অভিযোগের সংখ্যা ছিল ১০,২৯,০২৬। পরের বছর তা বেড়ে হয় ১৫,৯৬,৪৯৩। আর ২০২৪ সালে এক লাফে ২২,৬৮,৩৪৬-এ পৌঁছেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন