Howrah Municipal Corporation

হাওড়া পুর-আইন সংশোধনের প্রস্তাব পাশ

নবান্ন সূত্রের বক্তব্য, বাম আমলে হাওড়া এবং বালি পুরসভা একই ছিল। তখন ওয়ার্ডের সংখ্যা ছিল ৬৬। পরে বর্তমান সরকারের সময় হাওড়া এবং বালি পুরসভাকে আলাদা করা হয়। তখন ওয়ার্ডের সংখ্যা কমে হয় ৫০।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:২১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

১৯৮০ সালের হাওড়া পুর-আইন সংশোধনের প্রস্তাব পাশ হল রাজ্য মন্ত্রিসভায়। সূত্রের দাবি, বুধবার ওই সিদ্ধান্তের পরে এ বার আইনে প্রয়োজনীয় সংশোধন করা হবে এবং পরে তা পাশ হবে রাজ্য বিধানসভায়।

নবান্ন সূত্রের বক্তব্য, বাম আমলে হাওড়া এবং বালি পুরসভা একই ছিল। তখন ওয়ার্ডের সংখ্যা ছিল ৬৬। পরে বর্তমান সরকারের সময় হাওড়া এবং বালি পুরসভাকে আলাদা করা হয়। তখন ওয়ার্ডের সংখ্যা কমে হয় ৫০। সংশোধনী এনে তা অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয়। কিন্তু রাজভবন তাতে অনুমোদন দেয়নি। সে সময়ে সরকার আবার ওয়ার্ড পুনর্বিন্যাস করে ওই ৫০টি ওয়ার্ডকে ৬৬টি করে দেয়। কিন্তু বর্তমানে রাজভবন পুরনো বিলটিতে অনুমোদন দিয়ে দেওয়ায় ৫০ ওয়ার্ডেই সিলমোহর পড়ে গিয়েছে। ফলে ওই আইন সংশোধন করা জরুরি হয়ে পড়েছে সরকারের কাছে। সেই জন্যই এই প্রস্তাব, যাতে মন্ত্রিসভাঅনুমোদন দিয়েছে।

হাওড়া পুরসভায় দীর্ঘদিন ধরেই ভোট করানো যাচ্ছে না। শেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। পরের নির্বাচন হওয়ার কথা ছিল ২০১৮ সালে। কিন্তু তা করানো যায়নি। বসিয়ে রাখা হয়েছে প্রশাসক। হাওড়া পুরসভার কমিশনারের হাতেই সেই প্রশাসনিক দায়িত্ব দেওয়া রয়েছে। ফলে পরিষেবার ক্ষেত্রে নানা প্রশ্ন তৈরি হচ্ছে স্থানীয় স্তরে। সেই দিক থেকে এই পুর আইন সংশোধনের প্রস্তাব খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও কী ভাবে এই সংশোধনী হবে, কোন বিষয়গুলি সংশোধনের আওতায় আসবে, তা এখনও স্পষ্ট করে জানায়নি নবান্ন। তবে মনে করা হচ্ছে জট কাটাতেই সম্ভবত এই ব্যবস্থা। এ নিয়ে অবশ্য প্রশাসনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন