ফের কমতে পারে পিএফে সুদের হার

২০১৬-’১৭ অর্থবর্ষে শেষ বার সুদের হার কমেছিল। তার আগের বছরের তুলনায় ১৫ বেসিস পয়েন্ট কমে সুদের হার হয়েছিল ৮.৬৫%। আর এ বার তা আরও কমানো হতে পারে, জানান শ্রম মন্ত্রকের এক কর্তা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ০২:৫০
Share:

ফের চলতি অর্থবর্ষে কমতে পারে কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) সুদের হার।

Advertisement

২০১৬-’১৭ অর্থবর্ষে শেষ বার সুদের হার কমেছিল। তার আগের বছরের তুলনায় ১৫ বেসিস পয়েন্ট কমে সুদের হার হয়েছিল ৮.৬৫%। আর এ বার তা আরও কমানো হতে পারে, জানান শ্রম মন্ত্রকের এক কর্তা। তিনি বলেন, বন্ডের মতো লগ্নি থেকে কম আয় এবং ইপিএফ সদস্যদের অ্যাকাউন্টেই সরাসরি ইটিএফের ইউনিট জমা দেওয়ার সিদ্ধান্তের জেরে সুদ কমানো হতে পারে। তবে তাঁর কথায়, এখনও পর্যন্ত চলতি অর্থবর্ষের আয়ের হিসেব করেনি অছি পরিষদ। তা সম্পূর্ণ হলে বোঝা যাবে, শেষ পর্যন্ত ইপিএফে সুদ কত দাঁড়াবে।

উল্লেখ্য, গত সপ্তাহেই সদস্যদের পিএফ অ্যাকাউন্টে ইটিএফের ইউনিট জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট অছি পরিষদ। ২০১৫ সাল থেকে ইটিএফে প্রভিডেন্ট ফান্ডের টাকা লগ্নি শুরু হয়েছে। কিন্তু এখন তা পিএফ অ্যাকাউন্টে দেখানো হয় না। কিন্তু মার্চ থেকে তা দেখা যাবে। সে ক্ষেত্রে ডিভিডেন্ড সরাসরি সদস্যের পিএফের ‘নগদ’ অ্যাকাউন্টে জমা পড়বে। আর সদস্য টাকা তুলতে চাইলে ইটিএফের ওই ইউনিটই বিক্রি করা হবে। চাইলে তিনি নগদ জমা থেকেও টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে অছি পরিষদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement