Coronavirus

বণ্টন সংস্থার স্বস্তি সাময়িক

দীর্ঘ মেয়াদে লাভ হবে না।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ মে ২০২০ ০৫:৩০
Share:

প্রতীকী ছবি

সরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির সঙ্কট কমাতে বিদ্যুৎ মন্ত্রকের অধীন সংস্থা পিএফসি এবং আরইসি-র মাধ্যমে তাদের ৯০,০০০ কোটি টাকা ঋণ দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী। যার গ্যারান্টর থাকবে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। সোমবার এক রিপোর্টে মূল্যায়ন সংস্থা এস অ্যান্ড পি-র দাবি, এ ভাবে সাময়িক স্বস্তি পাবে বণ্টন সংস্থা। দীর্ঘ মেয়াদে লাভ হবে না। বিদ্যুৎ ক্ষেত্রের বিশেষজ্ঞদের একাংশও একই কথা বলেছেন। বরং তাঁদের মতে, এতে উল্টে বাড়তি চাপে পড়বে রাজ্যগুলি। কারণ করোনার বিরুদ্ধে লড়তে তাদের খরচ বেড়েছে বিপুল। উল্লেখ্য, বণ্টন সংস্থাগুলির কাছে বিদ্যুৎ উৎপাদন ও সংবহন সংস্থাগুলি পায় ৯৪,০০০ কোটি টাকারও বেশি। তার উপরে লকডাউনে বিদ্যুতের চাহিদা কমেছে। ধাক্কা খেয়েছে বিল আদায়। ফলে বণ্টন সংস্থাগুলি আরও বিপর্যস্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন