Tariff

কাঠ, ডিজিটাল পরিষেবায় শুল্ক বসাতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প

কত হারে শুল্ক বসানোর কথা ভাবা হচ্ছে, প্রশাসন স্পষ্ট না করলেও ট্রাম্প এর আগে জানিয়েছিলেন ২৫% কাঠের গুঁড়িতে শুল্ক চাপাতে চান তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ০৮:৫৬
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের পরে এ বার কাঠে, মূলত গাছের গুঁড়িতে শুল্ক বসানোর কথা খতিয়ে দেখছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইতিমধ্যেই কানাডার কাঠের উপরে শুল্ক বসানো রয়েছে। এ বার সব দেশের ক্ষেত্রেই তা বসলে ধাক্কা খেতে পারে আসবাব, রান্নাঘরের ক্যাবিনেটের মতো পণ্যের আমদানি। কত হারে তাতে শুল্ক বসানোর কথা ভাবা হচ্ছে, প্রশাসন স্পষ্ট না করলেও ট্রাম্প এর আগে জানিয়েছিলেন ২৫% কাঠের গুঁড়িতে শুল্ক চাপাতে চান তিনি। পাশাপাশি, বৈদ্যুতিক গাড়ি-সহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত তামা আমদানিতে শুল্ক ছাড়া নিজের দেশের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির ডিজিটাল পরিষেবাতেও কর বসাতে চান ট্রাম্প। এতে সমস্যায় পড়তে পারে ভারত, ফ্রান্স, ব্রিটেন-সহ একাধিক দেশ।

এ দিকে, ভারত-সহ নানা দেশের পণ্যে এপ্রিল থেকে পাল্টা শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। এই অবস্থায় আমেরিকার পণ্য শুল্ক কমানো হবে কি না, তা বিবেচনা করে দেখছে অর্থ মন্ত্রক। বাণিজ্য উপদেষ্টা জিটিআরআই-এর মত, ভারতের আমদানি শুল্ক যে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনেই বসানো, সেটা ট্রাম্প প্রশাসনকে কেন্দ্রের বোঝানো দরকার। পাশাপাশি, দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তির সামনে যে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তা-ও ফের স্পষ্ট করেছে তারা।

উল্লেখ্য, গত মাসে মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক বসিয়ে, পরে তা এক মাস স্থগিত রেখেছেন ট্রাম্প। পরের সপ্তাহে যা চালুর কথা। চিনা পণ্যে শুল্ক বসেছে ফেব্রুয়ারি থেকেই।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন