পাশে থাকার আশ্বাস মে-র

লন্ডনে ৫,০৪০ কোটির মশলা বন্ড তিন মাসেই

বিক্রি বিদেশে। কিন্তু দাম টাকায়। মোটা অঙ্কের মূলধন জোগাড়ের জন্য এমন মোট ৬০ কোটি পাউন্ডের (৫,০৪০ কোটি টাকা) ‘মশলা বন্ড’ আগামী তিন মাসের মধ্যে লন্ডন স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হবে বলে আশা করছে ব্রিটিশ সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০২:৪৩
Share:

বিক্রি বিদেশে। কিন্তু দাম টাকায়। মোটা অঙ্কের মূলধন জোগাড়ের জন্য এমন মোট ৬০ কোটি পাউন্ডের (৫,০৪০ কোটি টাকা) ‘মশলা বন্ড’ আগামী তিন মাসের মধ্যে লন্ডন স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হবে বলে আশা করছে ব্রিটিশ সরকার।

Advertisement

২০১৭ সালের জানুয়ারির মধ্যে লন্ডনে এই মশলা বন্ডগুলি (যা বিদেশের বাজারে বিক্রি হওয়া রুপি বন্ড হিসেবে পরিচিত) ইস্যুর কথা চারটি সংস্থার। ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, ইন্ডিয়ান রিনিউয়েব্‌ল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস ও ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া।

দু’দিনের সফরে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম ইউরোপের বাইরে কোনও দেশে এলেন তিনি। তার মধ্যেই সোমবার এ কথা জানিয়েছে তাঁর সরকার। এক বিবৃতিতে মে-ও বলেছেন, ‘‘ভারত এবং ব্রিটিশ আর্থিক সংস্থাগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আমাদের সরকার। যাতে ব্রিটেনে বাড়তে থাকা রুপি বন্ডের বাজার ভারতের পরিকাঠামো ক্ষেত্রে বিপুল লগ্নির জোগান দেওয়ায় সহায়ক হয়।’’

Advertisement

২০১৪ সালে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-কে প্রথম মশলা বন্ড ছাড়ার অনুমতি দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এই ঋণপত্রের বিশেষত্ব, বিদেশের স্টক এক্সচেঞ্জেও তা টাকায় কেনা-বেচা করার সুবিধা। তাতে ডলারের সঙ্গে টাকার বিনিময় হার ওঠা-নামা করার ঝুঁকি কার্যত ঝেড়ে ফেলা যায়।

এ দেশে বৃদ্ধির চাকায় গতি বাড়াতে প্রয়োজন পরিকাঠামো ক্ষেত্রে বিপুল লগ্নি। অথচ ব্যাঙ্কগুলির ঘাড়ে চেপে থাকা অনুৎপাদক সম্পদের জেরে কঠিন হচ্ছে তার জন্য ঋণ পাওয়া। সে ক্ষেত্রে পুঁজি জোগাড়ের বিকল্প পথ হিসেবে আগামী দিনে মশলা বন্ডের জনপ্রিয়তা আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা। তাঁদের মতে, ইউরোপ-সহ উন্নত দুনিয়ায় সুদ এখনও তলানিতে। ফলে সেই দিক থেকেও ব্রিটেনের বাজারে রুপি বন্ডের চাহিদা বাড়ার সম্ভাবনা।

এর আগে ব্রিটেন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে, লন্ডন স্টক এক্সচেঞ্জে মশলা বন্ড ছাড়বে ভারতীয় রেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন