Flight Service

ইন্ডিগোকাণ্ডের পর বড় সিদ্ধান্ত, ভারতের আকাশে উড়ানের অনুমতি নতুন তিন সংস্থাকে

সপ্তাহ দুয়েক আগে ইন্ডিগোর পরিষেবা বিভ্রাটের পরে সারা দেশের উড়ান পরিবহণ ক্ষেত্রে বাড়তে থাকা ঝুঁকির বিষয়টি প্রকট হয়। সংশ্লিষ্ট প্রায় সব মহলই অভিযোগ তোলে, ভারতে এই পরিষেবার ৯০ শতাংশই মাত্র দু’টি সংস্থার দখলে রয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৫০
Share:

—প্রতীকী চিত্র।

সম্প্রতি ইন্ডিগোর কয়েক হাজার উড়ান বাতিলের ফলে দেশ জুড়ে চরম হয়রানির মুখে পড়েছিলেন বহু যাত্রী। তার পরেই ভারতের উড়ান পরিষেবা ক্ষেত্রে মাত্র দু’টি সংস্থার আধিপত্য নিয়ে অভিযোগ ওঠে। চাপের মুখে খোদ বিমান পরিবহণমন্ত্রী সংসদে বলেন, উড়ান ক্ষেত্রে প্রতিযোগিতার পরিবেশ বহাল রাখতে আরও বেশি পরিষেবা প্রদানকারী সংস্থার প্রয়োজনীয়তার কথা। এই আবহে সম্পূর্ণ নতুন দু’টি সংস্থাকে যাত্রী পরিষেবা শুরুর ছাড়পত্র দিল বিমান পরিবহণ মন্ত্রক। নাম আল হিন্দ এয়ার এবং ফ্লাই এক্সপ্রেস। মন্ত্রকের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পেয়েছে তারা। চলতি বছরে ওই ছাড়পত্র পেয়েছে উত্তরপ্রদেশের সংস্থা শঙ্খ এয়ার-ও। সূত্রের খবর, ২০২৬-এর শুরুতে চালু হতে পারে তাদের উড়ান।

সপ্তাহ দুয়েক আগে ইন্ডিগোর পরিষেবা বিভ্রাটের পরে সারা দেশের উড়ান পরিবহণ ক্ষেত্রে বাড়তে থাকা ঝুঁকির বিষয়টি প্রকট হয়। সংশ্লিষ্ট প্রায় সব মহলই অভিযোগ তোলে, ভারতে এই পরিষেবার ৯০ শতাংশই মাত্র দু’টি সংস্থার দখলে রয়েছে। এরা হল, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ উড়ান পরিষেবার প্রায় ৬৫% একা ইন্ডিগোর ঝুলিতে। বিশেষজ্ঞদের বক্তব্য, দু’টি সংস্থার উপরে যাত্রীদের অত্যদিক নির্ভরশীলতাই ঝুঁকির কারণ। ইন্ডিগোর উড়ান বিভ্রাটে পরিষেবা বিপর্যস্ত হওয়ায় তা স্পষ্ট হয়েছে। মাত্র দু’টি সংস্থার আধিপত্য আদতে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে, যা সাধারণ মানুষকে স্বার্থ বিরোধী। সূত্রের দাবি, এতে চাপের মুখে পড়ে কেন্দ্রও। তড়িঘড়ি নতুন একাধিক সংস্থাকে উড়ান পরিষেবায় টেনে আনতে কোমর বাঁধে বিমান মন্ত্রক। এক্স-এ বিমানমন্ত্রী রামমোহন নায়ডু লিখেছেন, ‘‘এক সপ্তাহ ধরে ভারতে পরিষেবা দিতে উদগ্রীব বিভিন্ন বিমান সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করে ভাল লাগছে। আল হিন্দ ও ফ্লাই এক্সপ্রেস চলতি সপ্তাহে ছাড়পত্র পেয়েছে। শঙ্খ এয়ার তা পেয়েছে আগেই।’’

ভারতের উড়ান পরিষেবায় ক্রমবর্ধমান বাজারের কথা মাথায় রেখেই কেন্দ্র আরও বেশি সংখ্যায় নতুন সংস্থাকে এই ক্ষেত্রে শামিল করতে চায়। এখন দেশে ৯টি স্বীকৃত বিমান সংস্থা রয়েছে। এর মধ্যে ‌অন্যতম ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, অ্যালায়েন্স এয়ার, আকাশ, স্পাইস জেট, স্টার, ফ্লাই -৯১, ইন্ডিয়া ওয়ান এয়ারের মতো সংস্থা। যাদের একাংশ আঞ্চলিক ‘উড়ান’ পরিষেবায় শামিল। কম ভাড়ার উড়ান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়ার অধীনে।

মন্ত্রী জানিয়েছেন, নতুন উড়ান সংস্থাগুলির মসৃণ পরিষেবা দেওয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা সংক্রান্ত প্রস্তুতিগুলি খতিয়ে দেখার পরে অন্যান্য ছাড়পত্রের ব্যবস্থা করবে বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ। তাদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্রের তরফে সব রকম সাহায্য করা হবে বলেও আশ্বাস তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন