Trade Union

প্রহসন তকমা দিয়ে বৈঠক বয়কট ইউনিয়নের

উল্টে মোদী সরকারের কাছে সামনাসামনি বসে এবং অনেক সময় নিয়ে বৈঠকের দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ০৩:২৫
Share:

—প্রতীকী ছবি

চারটি শ্রম বিধির খসড়া নিয়ম (রুল) নিয়ে কেন্দ্রের সঙ্গে ১০টি ট্রেড ইউনিয়নের জোটের বৈঠকে বসার কথা ছিল আজ। কিন্তু সোমবার সেই বৈঠককে প্রহসন তকমা দিয়ে তাতে যোগ না-দেওয়ার কথা জানিয়ে দিল কর্মী সংগঠনগুলি। তাদের অভিযোগ, শ্রম বিধির এক একটি নিয়ম পাতার পর পাতা জুড়ে লেখা। এক দিন কয়েক ঘণ্টার ভিডিয়ো বৈঠকে সেই সব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ কী ভাবে সম্ভব! এতে সারা দেশের কর্মীদের স্বার্থ রক্ষা হবে না বলেও দাবি ইউনিয়নের ক্ষুব্ধ নেতাদের।

Advertisement

উল্টে মোদী সরকারের কাছে সামনাসামনি বসে এবং অনেক সময় নিয়ে বৈঠকের দাবি জানিয়েছেন তাঁরা। ইউনিয়নগুলির বার্তা, তাতে হয়তো একাধিক দিন লাগবে কথা বলে সঠিক পদক্ষেপের জন্য। তবে তারা আলোচনায় রাজি একমাত্র এই দাবি মেনে নেওয়া হলেই। সিটুর সাধারণ সম্পাদক তপন সেন এবং এআইইউটিইউসি সভাপতি শঙ্কর সাহা, দু’জনেরই অভিযোগ, দেশের সমস্ত শ্রম আইনকে এখন চারটি বিধিতে ভাগ করেছে কেন্দ্র। সেগুলি কার্যকর করতেই এ বার তৈরি হবে নিয়ম। কিন্তু কেন্দ্রের আসল উদ্দেশ্য বিষয়ের গভীরে না-গিয়ে কোনও মতে ইউনিয়নগুলিকে ছুঁয়ে নিজেদের ইচ্ছেমতো নিয়ম-কানুন কার্যকর করা। সেই জন্যই আমরা এই দফার বৈঠক বয়কট করেছি।

তপনবাবুর দাবি, ‘‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই তর্ক-বিতর্ক কানে হেডফোন নিয়ে ওয়েবিনারে বসে হতে পারে না।’’ আর শঙ্করবাবু বলছেন, ‘‘সাধারণ কর্মীদের স্বার্থ জড়িত শ্রম বিধির নিয়ম-কানুনের সঙ্গে। তাঁদের ভাল-মন্দ এর উপরে নির্ভরশীল। ফলে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা জরুরি। কেন্দ্র চাইছে এক দিনের বৈঠকেই তা সেরে ফেলতে। এটা সম্পূর্ণ অবস্তাব। প্রহসন মাত্র। কোনও অর্থই হয় না এ ভাবে সময় নষ্ট করার।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন