ক্ষুব্ধ ইউরোপ, আশঙ্কা বাণিজ্য-যুদ্ধের

কড়া ট্রাম্পের চড়া শুল্কে চটল চিন

এই বাণিজ্য যুদ্ধের তাল ঠোকাঠুকিতে বিশ্ব জুড়ে ধাক্কা খেয়েছে শেয়ার বাজার। আমেরিকা তো বটেই, সেই সঙ্গে এর আশঙ্কায় কাঁপুনি ধরেছে ইউরোপ এবং এশিয়ার অধিকাংশ শেয়ার বাজারে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ০৩:১৫
Share:

কড়া: শুল্ক ঘোষণা ট্রাম্পের। সম্প্রতি হোয়াইট হাউসে। ছবি: এএফপি।

তাল ঠুকছিলেন অনেক দিন থেকে। শেষ পর্যন্ত পুরোদস্তুর তোপ দেগে বাণিজ্যে শুল্ক-যুদ্ধ ঘোষণা করেই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ইস্পাত ও অ্যালুমিনিয়ামে যথাক্রমে ২৫ এবং ১০ শতাংশ আমদানি শুল্ক বসাচ্ছেন তাঁরা।

Advertisement

ওয়াশিংটনের এই ঘোষণায় বেজায় চটেছে বেজিং। চিনের হুমকি, এ বার বাকি দেশও যদি আমেরিকার দেখানো পথে হাঁটে, তখন? তা আদৌ বিশ্ব বাণিজ্যের পক্ষে ভাল হবে তো? ট্রাম্পের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তুতি নিচ্ছে পাল্টা হিসেবে বিভিন্ন মার্কিন পণ্যে চড়া শুল্ক বসানোর। উদ্বিগ্ন কানাডা। আশঙ্কা জানিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানও।

এতে মার্কিন প্রেসিডেন্টের অবশ্য হেলদোল নেই। তাঁর যুক্তি, আমেরিকার উৎপাদনকারীদের বাঁচাতে এ ছাড়া আর উপায় ছিল না। সস্তা ইস্পাত আর অ্যালুমিনিয়ামের খোঁজেই তো গাড়ি সংস্থা সমেত অনেক শিল্প কারখানা সরিয়ে নিয়ে গিয়েছে মার্কিন মুলুক থেকে। তাঁর দাবি, এই ঘোষণার দৌলতে আমেরিকার ভূমিপুত্ররা কাজ পাবেন। আর সেই সঙ্গে টুইট, ‘‘বাণিজ্য যুদ্ধ ভাল। আর তা জেতাও সহজ।’’ সেই ট্রাম্প, যিনি দু’দিন আগে পর্যন্তও অবাধ বাণিজ্য নিয়ে নিয়মিত কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Advertisement

এই বাণিজ্য যুদ্ধের তাল ঠোকাঠুকিতে বিশ্ব জুড়ে ধাক্কা খেয়েছে শেয়ার বাজার। আমেরিকা তো বটেই, সেই সঙ্গে এর আশঙ্কায় কাঁপুনি ধরেছে ইউরোপ এবং এশিয়ার অধিকাংশ শেয়ার বাজারে। হোলি উপলক্ষে বন্ধ থাকায় তা থেকে রেহাই পেয়েছে ভারতের বাজার। দিল্লির অবশ্য দাবি, ট্রাম্পের ঘোষণার আঁচ সে ভাবে পড়বে না ভারতের উপরে।

...চলেছে যুদ্ধে

• ইস্পাতের উপর ২৫% এবং অ্যালুমিনিয়ামে ১০% আমদানি শুল্ক বসানোর ঘোষণা ট্রাম্পের

• প্রেসিডেন্টের মতে, মার্কিন উৎপাদনকারীদের বাঁচানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত

• একই সঙ্গে দাবি, আাপাতত এই শুল্ক থাকবে দীর্ঘ সময়ের জন্য। লাভ হবে শিল্পের। সেই সঙ্গে আমেরিকায় হবে কর্মসংস্থানও

• সরকারি ভাবে নির্দেশ জারি হবে আগামী সপ্তাহেই

পাল্টা হুমকি

• আমেরিকার সিদ্ধান্তকে রীতিমতো তুলোধোনা করল চিন

• বেজিংয়ের হুঙ্কার, বাকি দেশও এই পথে হাঁটলে ক্ষতি বিশ্ব বাণিজ্যের

• পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। হুঙ্কার ইউরোপীয় কমিশন প্রধান জঁ ক্লদ জাঙ্কেরের

• কড়া জবাব দিক ইউরোপ, ডাক জার্মান বিদেশমন্ত্রীরও

উলুখাগড়া

• এই বাণিজ্য যুদ্ধের জাঁতাকলে কাজ খোয়াতে পারেন অনেকে, আশঙ্কা অস্ট্রেলীয় বাণিজ্য মন্ত্রীর

• ট্রাম্পের ঘোষণার পরে পড়ে গিয়েছে মার্কিন শেয়ার বাজার

• লড়াইয়ের সম্ভাবনা কাঁপুনি ধরিয়েছে ইউরোপ এবং এশিয়ার অধিকাংশ বাজারে

দিল্লির দাবি

• ট্রাম্পের সিদ্ধান্ত তেমন ভাবে প্রভাবিত করবে না ভারতের ইস্পাত শিল্পকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন