ফের প্রেম করার পরামর্শ কুনিকাকে। ছবি: সংগৃহীত।
কুমার শানুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন কুনিকা সদানন্দ। ‘বিগ বস্’-এর ঘরে থাকাকালীন নিজের সম্পর্কের কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, জীবনে চারটে প্রেম, দুটো বিয়ে আর দুটো একত্রবাস করেছেন। এ বার তাঁকে আরও একটি প্রেম করার পরামর্শ দিলেন ফরাহ খান।
‘বিগ বস্’-এর কয়েকটি পর্বের সঞ্চালনা করেছিলেন ফরাহ। সেই সময়ে তিনি বলেছিলেন, অন্যদের নিয়ন্ত্রণ করার প্রবণতা রয়েছে কুনিকার মধ্যে। সেই কথা শুনে আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি ফরাহের অনুষ্ঠানে কুনিকা বলেন, “আমি বুঝতে পেরেছি, সারাজীবন আমি মানুষকে এত বেশি ভালবেসেছি, তাঁদের দমবন্ধ লেগেছে। আর সেটা করব না, ঠিক করেছি। আমি বুঝতে পেরেছি, তুমি (ফরাহ) ঠিক বলেছিলে। প্রেম হোক বা অন্য সম্পর্ক, সর্বত্রই এমন হয়েছে।”
এই শুনে ফরাহ রসিকতার সুরে বলেন, “এখন সময় হয়েছে, তোমার আরও একটা প্রেমিক হওয়া দরকার।” পাশাপাশি ফরাহ জানান, তাঁর মধ্যেও একসময় সকলকে নিয়ন্ত্রণ করার প্রবণতা ছিল। কিন্তু ক্রমশ সেই অভ্যাস তিনি কমিয়ে এনেছেন।
‘বিগ বস্’-এর ঘরে নিজেকে নিয়ে কুনিকা বলেছিলেন, “আমি মাদক কখনও নিইনি। কিন্তু একটা সময়ে আমি খুব মদ্যপান করতাম। আসলে একটা সম্পর্ক ভাঙার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম। খুব ফুলে গিয়েছিলাম। নিজেকেই দেখেই ভাবছিলাম, বাপ রে বাপ! এ আমাকে কেমন দেখতে লাগছে!” এর পরেই জীবনে সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে। কোনও রাখঢাক না করেই কুনিকার স্বীকারোক্তি, “আমি দুটো একত্রবাস সম্পর্কে ছিলাম। আর চারটে প্রেম করেছি। আমার বিয়েও হয়েছে দুটো। ৬০ বছর পর্যন্ত এ সব চলতেই পারে।”