Dhurandhar

‘১৩০০ মেয়ের মধ্যে বেছে নেওয়া হয় ওকে’, ২০ বছরের ছোট সারা অর্জুনকেই কেন রণবীরের বিপরীতে নেওয়া হল?

একসময়ে শিশুশিল্পী হিসাবে কাজ করতেন অভিনেত্রী। ‘ধুরন্ধর’ ছবিতে কেন তাঁকেই বেছে নেওয়া হল? জানালেন কাস্টিং পরিচালক মুকেশ ছাবড়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৩০
Share:

রণবীরের বিপরীতে কেন সারা অর্জুনকেই বেছে নেওয়া হল? ছবি: সংগৃহীত।

২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সমালোচনার শিকার হয়েছেন রণবীর সিংহ। তবে ক্রমশ ছবিতে তাঁর ও সারা অর্জুনের রসায়ন পছন্দ করছেন দর্শক। একসময়ে শিশুশিল্পী হিসাবে কাজ করতেন অভিনেত্রী। ‘ধুরন্ধর’ ছবিতে কেন তাঁকেই বেছে নেওয়া হল? জানালেন কাস্টিং পরিচালক মুকেশ ছাবড়া।

Advertisement

১৩০০ জন মেয়ের মধ্যে থেকে সারাকে বেছে নিয়েছিলেন মুকেশ। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “আদিত্য ধর-সহ আরও বহু পরিচালক আজকাল নতুনদের সঙ্গে কাজ করতে চাইছেন, যা আমার খুবই ভাল লাগছে। একটা নতুন জগৎ তৈরি করা হয়েছে ছবিতে। তাই একেবারে নতুন মুখ দরকার ছিল। যদিও ও শিশুশিল্পী হিসাবে কাজ করেছে কয়েকটি ছবিতে। কিন্তু তাও ও দর্শকের কাছে নতুনই। আর আমি সারার সঙ্গে বহু বছর ধরে কাজ করেছি। ও খুবই মিষ্টি মেয়ে। অডিশন দেওয়ার সময়ে ওর মিষ্টি মুখের আড়ালে সুপ্ত প্রতিভা দেখতে পেয়েছিলাম। ও অসাধারণ অভিনেত্রী। ছবির দ্বিতীয় ভাগে সেটা আরও ভাল বোঝা যাবে। দর্শক চমকে যাবেন।”

সারাকে ছবিতে নেওয়ার সময়ে রণবীরের সঙ্গে তাঁর ২০ বছরের ব্যবধান নিয়ে চিন্তা করেননি মুকেশ? উত্তরে তিনি বলেন, “ছবি সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল আমার। গল্পটা হল, রণবীর এই মেয়েটিকে (সারার চরিত্র) ফাঁদে ফেলার চেষ্টা করছেন। তাই মেয়েটির বয়স ২০-২১ বছরের আশেপাশেই ভাবা হয়েছিল। যাঁরা বয়সের ব্যবধান নিয়ে কথা বলছেন, তাঁরা ছবির দ্বিতীয় ভাগে সব উত্তর পেয়ে যাবেন। চিত্রনাট্যের প্রয়োজনেই বয়সের এই ব্যবধান রাখা হয়েছে। সব কিছু তো বলে বোঝানো যায় না। ছবির চিত্রনাট্য পড়লে বিষয়টা ঠিকই মনে হবে।” উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement