দীপিকার মতোই কি আট ঘণ্টা কাজ করেন অমিতাভ? ছবি: সংগৃহীত।
দীপিকা পাড়ুকোন দাবি করেছিলেন, প্রতি দিন আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই দাবি ঠিক না কি ভুল, তা নিয়ে বলিউডে বিস্তর কাটাছেঁড়া চলেছে। কেউ দীপিকার পক্ষে, কেউ আবার দীপিকার বিপক্ষে মতামত দিয়েছেন। এর মধ্যেই প্রকাশ্যে এল, অমিতাভ বচ্চন ঠিক কতক্ষণ কাজ করেন।
সকাল ৯টায় দিন শুরু হয় অমিতাভের। ঘুমোতে যান আবার রাত ১২টায়। এর মধ্যে টানা কতক্ষণ কাজ করেন বিগ বি? সম্প্রতি অমিতাভের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত তিন অভিনেতা মনোজ বাজপেয়ী, শারিব হাশমী ও জয়দীপ অহলওয়াত। এই পর্বের পরেই এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন শারিব। সেখানেই তিনি জানান, এক দিনে পর পর তিনটি এপিসোডের শুটিং করেন অমিতাভ। ক্লান্ত দিনেও অমিতাভের উদ্যম নাকি দেখার মতো, জানান শারিব।
৮৩ বছর বয়সেও অভিনেতার শক্তি ও মনের জোর দেখে মুগ্ধ শারিব। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, “অন্য মাত্রার শক্তি রয়েছে ওঁর। কুর্নিশ ওঁকে। এই বয়সেও এক দিনে টানা তিনটি এপিসোডের শুটিং করেন উনি। শুটিংয়ের সেটে সকাল ৯টায় পৌঁছোন। রাত পর্যন্ত কাজ করেন। আমাদের এপিসোডটাই রাত ১২টায় শুটিং হয়েছিল। অত রাতে শেষবেলার শুটিং, অথচ ওঁর উদ্যম দেখে বোঝাও যাচ্ছিল না। আমাদের কিন্তু একটু ঘুমিয়ে নিতে ইচ্ছে করছিল। সত্যিই এত বড় তারকা হওয়া মোটেই সহজ বিষয় নয়।”
অমিতাভের সঙ্গে সাক্ষাৎ হওয়ার স্মৃতি শারিবের কাছে স্বপ্নের মতো। অভিনেতার কথায়, “মনে হচ্ছিল, যেন আমি স্বপ্ন দেখছি। অসাধারণ ছিল দিনটা। সারাজীবন এই স্মৃতি আমার সঙ্গে থাকবে।”