Tanya Mittal

সারি দিয়ে দাঁড়িয়ে অসংখ্য গাড়ি, কাতারে কাতারে মানুষ! অবশেষে প্রকাশ্যে তান্যা মিত্তলের বাড়ি ও পরিবার

‘বিগ বস্‌ ১৯’-এ চতুর্থ স্থানাধিকারী হয়েছেন তান্যা। রিয়্যালিটি শোয়ে শুধু তান্যার ভাইকে দেখা গিয়েছিল। এ বার দেখা গেল তাঁর পুরো পরিবারকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৮
Share:

তান্যার দাবি, তাঁর বাবা বছরে হাজার ফ্ল্যাট বেচেন! ছবি: সংগৃহীত।

অবশেষে দেখা গেল তান্যা মিত্তলের বাবাকে। ‘বিগ বস্‌’-এর ঘরে থাকাকালীন বাবার ব্যবসা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন এই নেটপ্রভাবী। তান্যার দাবি, তাঁর বাবার রিয়্যাল এস্টেটের বিশাল ব্যবসা রয়েছে। প্রতি বছর পাঁচশো থেকে হাজার ফ্ল্যাট বিক্রি করেন তিনি। তবে বাবার সংস্থার নাম প্রকাশ্যে আনেননি তান্যা। তার পর থেকেই তাঁর বাবাকে নিয়ে নেটাগরিকের কৌতূহল।

Advertisement

‘বিগ বস্‌ ১৯’-এ চতুর্থ স্থানাধিকারী হয়েছেন তান্যা। রিয়্যালিটি শোয়ে শুধু তান্যার ভাইকে দেখা গিয়েছিল। এ বার দেখা গেল তাঁর পুরো পরিবারকে। মুম্বই থেকে গ্বালিয়রে ফিরেছেন তান্যা। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তথা নেটপ্রভাবী। দেখা যাচ্ছে, তান্যার বাড়ির সামনে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে সারি সারি চারচাকার গাড়ি। বাড়িতে তাঁর জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা। তাঁকে ঘিরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। এই সবের মধ্যেই বাবা-মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তান্যা। দুঃখের সঙ্গে বলেন, “বাবা, আমি তোমার নাম নিতে পারিনি। কারণ, সবাই আমাকে নিয়ে মশকরা করত।” কিন্তু তাঁর বাবা-মা তাঁকে সান্ত্বনা দেন।

বাবা-মায়ের সঙ্গে তান্যার সাক্ষাতের দৃশ্য দেখার জন্য বেশ কয়েকজন অনুরাগী আবার ভিডিয়ো কলে অপেক্ষা করেছেন। এই ভিডিয়োও মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

Advertisement

সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শোয়ে তান্যা দাবি করেছিলেন, একটি ২৬ হাজার বর্গফুটের বাড়ির মালিক তিনি। ৮০০ জন কাজ করেন তাঁর বাড়িতে। ১৫০ জন দেহরক্ষীও রয়েছে তাঁর। বিশেষ ধরনের মিষ্টি খেতে তিনি প্রায়ই দুবাই এবং ডাল খেতে গ্বালিয়র থেকে দিল্লি যান। এই ধরনের মন্তব্যের জন্যই তাঁকে নিয়ে মশকরা করা হত। এমনকি, সলমন খান নিজেও তান্যাকে নিয়ে মশকরা করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement