India vs South Africa 2025

বুমরাহের পর আবার ঝটকা ভারতীয় দলে, টি-টোয়েন্টি সিরিজ় থেকেই ছিটকে গেলেন অক্ষর, ডাক পেলেন বাংলার অলরাউন্ডার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা করলেন জাতীয় নির্বাচকেরা। দলে রাখা হয়নি অক্ষর পটেলকে। তাঁর পরিবর্তে জায়গা পেয়েছেন বাংলার অলরাউন্ডার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ২০:২০
Share:

অক্ষর পটেল। ছবি: পিটিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন অক্ষর পটেল। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। তাঁর পরিবর্তে ভারতীয় দলে ডাক পেলেন বাংলার বাঁহাতি অলরাউন্ডার শাহবাজ় আহমেদ।

Advertisement

অসুস্থতার জন্য রবিবার ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি অক্ষর। তাঁর পরিবর্তে প্রথম একাদশে ঢোকেন কুলদীপ যাদব। তবে অক্ষরের অসুস্থতা কী ধরনের, তা জানায়নি বিসিসিআই। ভারতীয় দলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। এর আগে তৃতীয় ম্যাচের আগে ভারতীয় শিবির ছেড়ে মুম্বইয়ে ফিরে যান জসপ্রীত বুমরাহ। রবিবার তাঁর পরিবর্তে খেলেন হর্ষিত রানা। সিরিজ়ের বাকি ম্যাচগুলিতে বুমরাহের খেলা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। এই ঘটনার পর অক্ষরের অসুস্থতা ভারতীয় শিবিরের জন্য দ্বিতীয় ঝটকা। তবে বুমরাহকে নিয়ে অনিশ্চয়তা কেটে গিয়েছে।

লখনউ এবং অহমদাবাদের ম্যাচের জন্য সোমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন শাহবাজ়। দেশের হয়ে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শাহবাজ়ের। শেষ দু’টি ম্যাচের জন্য নির্বাচকেরা ১৫ জনের যে দল ঘোষণা করেছেন, তাতে রয়েছেন বুমরাহ।

Advertisement

ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ় আহমেদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement