বেন স্টোকস। —ফাইল চিত্র।
অ্যাশেজ় সিরিজ়ে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের ‘বাজ়বল’ কাজে আসছে না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তৃতীয় টেস্টে হার মানেই সিরিজ় হাতছাড়া। এই পরিস্থিতিতে ভারতকে অস্বস্তিতে ফেলা জোরে বোলারকে অ্যাডিলেডে খেলানোর সিদ্ধান্ত নিল ইংল্যান্ড।
আগামী বুধবার থেকে শুরু হবে অ্যাশেজ় সিরিজ়ের তৃতীয় টেস্ট। এই টেস্টে শক্তি বাড়ছে অস্ট্রেলিয়ার। চোট সারিয়ে খেলবেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তবু ম্যাচের ৪৮ ঘণ্টা আগে প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্টের প্রথম একাদশে রাখা হয়েছে ৬ ফুট ৪ ইঞ্চির জশ টংকে। ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে শুভমন গিলদের অস্বস্তিতে ফেলেছিলেন টং।
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির তিন টেস্টে ১৯ উইকেট নেওয়া টংই এখন ভরসা স্টোকসদের। ওভালে ৫ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি জোরে বোলার। এখনও পর্যন্ত ছ’টি টেস্ট খেলেছেন টং। তবু অ্যাশেজ়ে ব্যবধান কমানোর জন্য তাঁর দিকে তাকিয়ে ইংরেজ শিবির। প্রথম দু’টেস্টে ৫৪ ওভার বল করে ৩ উইকেট নেওয়া গাস অ্যাটকিনসনকে বাদ দিয়েছে ইংল্যান্ড। যদিও চেনা ফর্মে না থাকা অলি পোপের উপর ভরসা রাখছেন স্টোকসেরা।
ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার এবং জশ টং।