Input Tax

বাণিজ্যিক সম্পত্তিতে করে সুবিধা দাবি বণিকসভার

ফিকি-র দাবি, এই প্রস্তাব শুধু বাণিজ্যিক কারণে ভাড়া দিতে তৈরি স্থাবর সম্পত্তির জন্যই। ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় জিএসটি খাতে সরকারের আয় কমবে বছরে ৯০০-১১০০ কোটি টাকা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫২
Share:

বাণিজ্যিক স্থাবর সম্পত্তি তৈরিতে কেন্দ্রীয় জিএসটি-র ক্ষেত্রে আগে জমা কর ফেরত বা ইনপুট ট্যাক্স ক্রেডিটের (আইটিসি) সুবিধা মেলে না। —প্রতীকী চিত্র।

লিজ় বা ভাড়া দেওয়ার জন্য অফিস কমপ্লেক্স, শপিং মল, গুদামের মতো বাণিজ্যিক স্থাবর সম্পত্তি তৈরিতে কেন্দ্রীয় জিএসটি-র ক্ষেত্রে আগে জমা কর ফেরত বা ইনপুট ট্যাক্স ক্রেডিটের (আইটিসি) সুবিধা মেলে না। এ বার তা চালুর জন্য সরকারের কাছে আর্জি জানাল ফিকি ও অ্যাসোচ্যাম। এ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছে বণিকসভা দু’টি। দাবি করেছে, এতে রাজকোষে চাপ পড়বে না। বরং তা আবাসন ক্ষেত্রকে এগিয়ে দিয়ে গতি আনবে দেশের আর্থিক উন্নয়নে।

ফিকি-র দাবি, এই প্রস্তাব শুধু বাণিজ্যিক কারণে ভাড়া দিতে তৈরি স্থাবর সম্পত্তির জন্যই। ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় জিএসটি খাতে সরকারের আয় কমবে বছরে ৯০০-১১০০ কোটি টাকা।

মাসের শুরুতে বাজেটে নির্মলা বলেছিলেন, জিএসটি-তে কিছু সংশোধন হবে। যা অতীতের নির্দিষ্ট সময় থেকে কার্যকর হবে। জিএসটি বিশেষজ্ঞ ট্যাক্স কানেক্ট অ্যাডভাইজ়রি-র পার্টনার বিমল জালানের মতে, বণিকসভাগুলির আর্জি মানা জরুরি। কারণ, বাজেট প্রস্তাব কার্যকর হলে সম্প্রতি এক মামলায় তাদের দাবির স্বপক্ষে সুপ্রিম কোর্টের দেওয়া রায় বাতিল হয়ে যাবে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন