বড় শহরে উড়ান চালাতে লেভি ৫,০০০

ছোট শহর থেকে ছোট রুটে বিমান চালানোয় (‘উড়ান’ প্রকল্প) উৎসাহ দিতে ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। এ বার তার টাকা জোগাড়ের জন্য দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহর থেকে ছাড়া উড়ানে লেভির অঙ্ক ৫ হাজার টাকায় বেঁধে দিল তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০৪:৩৮
Share:

ছোট শহর থেকে ছোট রুটে বিমান চালানোয় (‘উড়ান’ প্রকল্প) উৎসাহ দিতে ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। এ বার তার টাকা জোগাড়ের জন্য দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহর থেকে ছাড়া উড়ানে লেভির অঙ্ক ৫ হাজার টাকায় বেঁধে দিল তারা।

Advertisement

যে-সমস্ত বিমান পরিবহণ সংস্থা এখন এক বড় শহর থেকে অন্য বড় শহরে উড়ান চালায়, ডিসেম্বর থেকেই তাদের কাছে উড়ান পিছু লেভি নেওয়া হচ্ছিল ৮,৫০০ টাকা পর্যন্ত। যার বিরুদ্ধে জেট, ইন্ডিগো, স্পাইসজেট, গো-এয়ারের মতো সংস্থা আদালতের দ্বারস্থ হয়। সোমবার সেই লেভির অঙ্ক কমিয়ে প্রতি উড়ানে ৫ হাজার করার কথা ঘোষণা করল বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুন থেকে এই নতুন লেভি নেওয়া হবে। ঠিক হয়েছে, কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো বড় শহরগুলির মধ্যে লাভজনক রুটে যারাই উড়ান চালাবে, তাদেরই উড়ান-পিছু ৫ হাজার টাকা লেভি দিতে হবে। এত দিন যাদের কাছে তার থেকে বেশি টাকা নেওয়া হয়েছে, তাদের সেই অঙ্ক ফেরত দেওয়া হবে বলেও ডিজিসিএ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আঞ্চলিক যোগাযোগ প্রকল্পে যারা উড়ান চালাবে, তাদের অন্য সুযোগ-সুবিধার পাশাপাশি ভর্তুকিও দেওয়া হবে। তার একটি অংশ দেবে কেন্দ্র। অন্য অংশ দেবে সংশ্লিষ্ট রাজ্য (যেখান থেকে উড়ান চলবে)। এই প্রকল্পে প্রথম দফায় ৫টি বিমান সংস্থা ৭০টি বিমানবন্দর থেকে ১২৮টি রুটে উড়ান চালানোর বরাত পেয়েছে। ওই ৭০টি বিমানবন্দরের মধ্যে ৩১টি এত দিন বন্ধ হয়েই পড়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন