Aadhar Card

বাতিল ১.১৭ কোটি আধার কার্ড, অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা নিল ইউআইডিএআই

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এমন ১.১৭ কোটি আধার বাতিল করা হয়েছে। ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এই কাজ। বাকি রাজ্যগুলিতে তা শুরু করার প্রক্রিয়া চলছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ০৮:০১
Share:

১০০ বছরের বেশি বয়সিদের আধার নম্বর দিয়ে তথ্য যাচাই করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। —প্রতীকী চিত্র।

অপব্যবহার ঠেকাতে মৃতদের আধার নম্বর নিষ্ক্রিয় করা শুরু করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউআইডিএআই। আজ এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এমন ১.১৭ কোটি আধার বাতিল করা হয়েছে। ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এই কাজ। বাকি রাজ্যগুলিতে তা শুরু করার প্রক্রিয়া চলছে।

মৃত নাগরিকদের তথ্য সংগ্রহের জন্য সম্প্রতি মাই আধার পোর্টালে একটি পরিষেবা চালু করেছে ইউআইডিএআই। সেখানে মৃতের আধার নম্বর, মৃত্যু শংসাপত্রের নম্বর-সহ যাবতীয় তথ্য দিয়ে আবেদন দাখিল করতে পারবেন পরিবারের সদস্যেরা। তবে তার আগে আবেদনকারীর নিজের তথ্যও দাখিল করতে হবে। এর পাশাপাশি ইউআইডিএআই জানিয়েছে, রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়াকে (আরজিআই) মৃতদের সম্পর্কে তথ্য সরবরাহের আবেদন জানানো হয়েছে। তাদের থেকে পাওয়া গিয়েছে ১.৫৫ কোটি তথ্য। যাচাই প্রক্রিয়ার পরে তার মধ্যে থেকেই আপাতত ১.১৭ কোটি আধার বাতিল করা হয়েছে। রাজ্যগুলিরও সাহায্য চাইছে ইউআইডিএআই। প্রাথমিক ভাবে ১০০ বছরের বেশি বয়সিদের আধার নম্বর দিয়ে তথ্য যাচাই করতে বলা হয়েছে রাজ্যগুলিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন