Budget 2020

আমানতের বিমা বেড়ে পাঁচ লক্ষ

গ্রাহকদের আমানত ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমাকৃত করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৪
Share:

—প্রতীকী চিত্র।

ব্যাঙ্কে গ্রাহকদের আমানত কতটা সুরক্ষতি, তা নিয়ে শাসক-বিরোধী রেষারেষি চলছে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির আমল থেকে। সম্প্রতি পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপরেটিভ (পিএমসি) ব্যাঙ্ক কাণ্ডের পর এই নিয়ে উত্তাপ বেড়েছে। শনিবারের বাজেটে এ ব্যাপারে আমানতকারীদের আশ্বস্ত করার চেষ্টা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর ঘোষণা, গ্রাহকদের আমানত ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমাকৃত করা হবে। বর্তমানে যে অঙ্ক ১ লক্ষ। ব্যাঙ্ক ইউনিয়নগুলির অবশ্য প্রশ্ন, যাঁদের আমানত ৫ লক্ষ টাকার বেশি, তাঁদের বাকি টাকার সুরক্ষা কোথায়?

Advertisement

ব্যাঙ্ক কর্মীদের বৃহত্তম ইউনিয়ন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর বলেন, ‘‘আমরা বিমার পরিবর্তে সরকারের গ্যারান্টি দাবি করছি। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। কারণ, ব্যাঙ্ক সরকারের। গ্রাহকের কাছ থেকে কার্যত ধার নেওয়া পুরো টাকার সুরক্ষার গ্যারান্টি দিতে হবে।’’ তাঁর বক্তব্য, ‘‘বিমার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে প্রিমিয়াম বাবদ বছরে প্রায় ২৫,০০০ কোটি টাকা খরচ করতে হবে। যার কোনও প্রয়োজন নেই। সরকার যখন বন্ড ছেড়ে টাকা তোলে তার জন্য তো বিমা করার প্রয়োজন হয় না! সরকারই গ্যারান্টর থাকে।’’ তবে সমবায় ব্যাঙ্কে আমানতের উপর বিমা করার যুক্তি রয়েছে বলে মনে করেন রাজেনবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন