আমেরিকায় যত আইফোন বিক্রি হবে, তার বেশির ভাগই তৈরি হবে ভারতে। —প্রতীকী চিত্র।
সম্প্রতি অ্যাপলের সিইও টিম কুক বলেছিলেন, জুন ত্রৈমাসিক থেকে সংস্থার ঘরের মাটিতে অর্থাৎ আমেরিকায় যত আইফোন বিক্রি হবে, তার বেশির ভাগই তৈরি হবে ভারতে। মঙ্গলবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দাবি, বছর খানেকের মধ্যে সারা বিশ্বে যত আইফোন বিক্রি হবে, তার সবটা তৈরি হবে ভারতে। কারণ, বিদেশি সংস্থাগুলি এ দেশে লগ্নি করে লাভের মুখ দেখছে।
সিন্ধিয়া বলেন, ‘‘অ্যাপল সিদ্ধান্ত নিয়েছে শীঘ্রই সারা বিশ্বে বিক্রি হওয়া আইফোনের সবটা ভারতে তৈরি হবে। কারণ, এ দেশে লগ্নি করলে খরচ যেমন কম, তেমনই পণ্যের গুণমান নিয়ে চিন্তা করতে হয় না।’’ তিনি জানান, ভারতে লগ্নি করলে সরকারের থেকে যে আর্থিক উৎসাহ পাওয়া যায়, তা বিশ্বে আর কোথাও নেই। মন্ত্রীর কথায়, ‘‘ভারতে ৪০০০ কোটি টাকা লগ্নি করে ৮০,০০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। তার মধ্যে ১৬,০০০ কোটি টাকার পণ্য রফতানি হয়েছে। আর কর্মসংস্থান হয়েছে ২৫ হাজারেরও বেশি। এতেই স্পষ্ট এখানে লগ্নি করলে কতটা সুবিধা মেলে।’’
মন্ত্রকের প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানির দাবি, গত ১০ বছরে মোবাইল তৈরির ক্ষেত্রে ভারত অনেকটা এগিয়েছে। ২০১৪-এ দেশে ৬০ লক্ষ মোবাইল তৈরি হত। ২১ কোটি আমদানি করতে হত। ২০২৪-এ তৈরি হয় ৩৩ কোটি। আমদানি কমে হয়েছে ৫ কোটি। সংশ্লিষ্ট মহলের মতে, আমেরিকা-চিনের শুল্ক যুদ্ধই অ্যাপলকে ভারতমুখী করেছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে