প্রতীকী ছবি।
কালীপুজো ও দীপাবলির আগে ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআইয়ের নিয়মে বড় বদল। ডিজিটাল লেনদেনকে আরও সহজ এবং জনপ্রিয় করতে উৎসবের মরসুমে এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর জেরে কঠোর হচ্ছে ইউপিআইয়ের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি, টাকা দেওয়া-নেওয়ার সময়ে ‘পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর’ বা পিনের আর প্রয়োজন হবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। নতুন নিয়মে ইউপিআইতে কী কী বদল হচ্ছে, আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
বর্তমানে ইউপিআই অ্যাপে লেনদেনের সময় পিন দেওয়া বাধ্যতামূলক। কিন্তু, নতুন নিয়মে মোবাইল ফোন ডিভাইসে আঙুলের ছাপ বা মুখাবয়বের স্বীকৃতি (ফেসিয়াল রেকগনিশন) ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন গ্রাহক। মঙ্গলবার, ৭ অক্টোবর একটি অনুষ্ঠানে এই নিয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় আর্থিক পরিষেবা সচিব এম নাগরাজু। তিনি বলেন, ‘‘আঙুলের ছাপ বা মুখাবয়বের স্বীকৃতি অনুমোদিত হওয়ায় ব্যবহারকারীদের আর পিন মনে রাখতে হবে না।’’ এক কথায় সংশ্লিষ্ট পরিষেবাটিকে বায়োমেট্রিকে বদলে ফেলা হচ্ছে বলে স্পষ্ট করেছেন তিনি।
এখানে উল্লেখ্য আঙুলের ছাপ ও মুখাবয়বের স্বীকৃতি ব্যবহারকারী ইউপিআইয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এর নিয়ন্ত্রণকারী সংস্থা হল ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ বা এনপিসিআই। আগামী দিনে লেনদেনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করার ব্যাপারে অবশ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠান, জানিয়েছেন আর্থিক পরিষেবা সচিব নাগরাজু।
এ ছাড়া পৃথক ইউপিআই অ্যাপ ব্যবহার করে পিন সেট বা রিসেট করার ক্ষেত্রে আধারভিত্তিক মুখাবয়বের স্বীকৃতি ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহক। বর্তমানে ডেবিট কার্ডের বিবরণ দিয়ে এটা করতে হয়। এর জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করা বাধ্যতামূলক। নতুন নিয়ম চালু করা নিয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনপিসিআই। সেখানে বলা হয়েছে, একই জায়গায় বার বার টাকা পাঠালে, প্রতি ক্ষেত্রে লেনদেনের অনুমতি ব্যবহারকারীকেই দিতে হবে। এর জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক, ফিনটেক এবং ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া গ্রাহক যদি পিন রিসেট করেন তা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে বাধ্যতামূলক ভাবে ইউপিআই অ্যাপের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করতে হবে। এই ধরনের বদলের পর ৯০ দিন পর্যন্ত গ্রাহক কোনও লেনদেন না করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে পড়বে। তবে ব্যবহারকারী পুনরায় সেটিকে চালু করতে পারবেন।