—প্রতীকী ছবি।
ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) থেকে দূরপাল্লার ট্রেনের তৎকাল বুকিং কিংবা প্যান (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর) কার্ডের আবেদন। চলতি বছরের জুলাই থেকে এই তিন ক্ষেত্রে নিয়মের বড় বদল আনছে কেন্দ্র। সারা দেশ জুড়ে যা কার্যকর হবে বলে জারি হয়েছে বিজ্ঞপ্তি। এতে কতটা সুবিধা হবে আমজনতার, আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।
আগামী মাস থেকে ইউপিআই চার্জব্যাকের ক্ষেত্রে আর প্রয়োজন হবে না এর নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআইয়ের অনুমোদন। গ্রাহকদের সুবিধার কথা ভেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বর্তমানে ইউপিআই চার্জব্যাকের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে যোগাযোগ করতে হয় এনপিসিআইয়ের সঙ্গে। শুধু তা-ই নয়, গ্রাহকের চার্জব্যাকের অনুরোধ প্রত্যাখ্যানের অভিযোগ রয়েছে ভূরি ভূরি।
গত ২০ জুন এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এনপিসিআই। সেখানে বলা হয়, চার্জব্যাকের ক্ষেত্রে তাদের হস্তক্ষেপের আর প্রয়োজন হবে না। ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের আবেদনের ভিত্তিতে সরাসরি পদক্ষেপ করতে পারবে। এতে আবেদন প্রত্যাখ্যানের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমবে বলে মনে করা হচ্ছে।
আগামী ১ জুলাই থেকে প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রে আধার নম্বরকে বাধ্যতামূলক করেছে আয়কর দফতর। এত দিন পর্যন্ত শুধুমাত্র জন্মের শংসাপত্র এবং যে কোনও বৈধ পরিচয়পত্র জমা করে প্যান কার্ড করা যেত। এ বার তার সঙ্গে জমা করতে হবে আধার কার্ড। প্যান কার্ডের আবেদনের সময়ে আধার নম্বর যাচাই করবে আয়কর দফতরের অধীনস্থ সিবিটিএ (সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স)।
এ ছাড়া ১ জুলাই থেকে আইআরসিটিসি-র (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন) ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনের তৎকাল টিকিট কাটার সময় বাধ্যতামূলক ভাবে আধার কার্ড দিতে হবে। ১৫ জুলাই থেকে তৎকাল বুকিংয়ে লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি। রেলের বুকিং কাউন্টার থেকে এই টিকিট কাটলে, সেখানও ওটিপি লাগবে।
পাশাপাশি, বুকিং উইন্ডো খোলার প্রথম ৩০ মিনিট পর্যন্ত রেল টিকিট বিক্রির বৈধ এজেন্টরা কোনও তৎকাল টিকিট কাটতে পারবেন না। অর্থাৎ, এসি কামরার তৎকাল টিকিটের ক্ষেত্রে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা এবং নন-এসি কামরার ক্ষেত্রে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তৎকাল টিকিট বুকিংয়ের অনুমোদন থাকছে না এজেন্টদের।