Consumer Goods

অনেক এগিয়ে গ্রাম, ভোগ্যপণ্যের বিক্রিতে ক্রমেই পিছিয়ে পড়ছে শহর

সরকারি মহলের বক্তব্য, গত ২২ সেপ্টেম্বর অনেক পণ্যে জিএসটি-র হার কমেছে। মাথা নামিয়েছে মূল্যবৃদ্ধিও। ফলে অক্টোবর থেকে পরের দু’টি ত্রৈমাসিকে এই সব ভোগ্যপণ্যের বিক্রি বাড়তে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৭:০৮
Share:

—প্রতীকী চিত্র।

দুই অঙ্ক দূর। জুলাই-সেপ্টেম্বরে দেশে সাবান, তেল, টুথপেস্ট, বিস্কুট-সহ দৈনন্দিন ভোগ্যপণ্যের বিক্রি বৃদ্ধির হার নামল এর অনেক নীচে। উপদেষ্টা নিয়েলসেন আইকিউ-এর সমীক্ষা বলছে, তা দাঁড়িয়েছে ৫.৪ শতাংশে। শহরাঞ্চলে সেই হার আগের চেয়ে সামান্য বাড়লেও, গ্রামের তুলনায় এখনও তা বেশ কম।

সরকারি মহলের বক্তব্য, গত ২২ সেপ্টেম্বর অনেক পণ্যে জিএসটি-র হার কমেছে। মাথা নামিয়েছে মূল্যবৃদ্ধিও। ফলে অক্টোবর থেকে পরের দু’টি ত্রৈমাসিকে এই সব ভোগ্যপণ্যের বিক্রি বাড়তে পারে। ঘুরে দাঁড়াতে পারে বাজার।

সমীক্ষায় দাবি, পরিমাণের দিক থেকে বিক্রি বৃদ্ধির হার ৫.৪% হলেও, সংখ্যার নিরিখে পণ্য বিকিয়েছে আরও বেশি। যার অর্থ, কম ওজনের ছোট মোড়কবন্দি জিনিসের চাহিদা বেড়েছে। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, এটা ক্রেতাদের হাতে টাকা কম থাকার লক্ষণ। পাশাপাশি, গ্রামাঞ্চলে ভোগ্যপণ্যের বিক্রি বৃদ্ধির হার ছিল ৭.৭%, যা শহরে মাত্র ৩.৭%। এই নিয়ে টানা সাতটি ত্রৈমাসিকে গ্রামে বিক্রি বাড়ল শহরের থেকে বেশি হারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন