USA

আর্জি বেশি খারিজ ভারতীয় সংস্থার

শীঘ্রই এইচ-১বি ভিসা সংক্রান্ত নতুন বিধি চালু করতে পারে আমেরিকা।

Advertisement

ওয়াশিংটন

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০৪:২০
Share:

বিদেশি পেশাদার নিয়োগের জন্য ২০১৯ সালে আমেরিকার কাছে যতগুলি এইচ-১বি ভিসার আবেদন জানানো হয়েছিল, তার প্রায় ২১% খারিজ হয়েছে। এমনিতে ওই হার অন্যান্য বছরের তুলনায় সামান্য কম। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের ক্ষেত্রে খারিজের হার অনেকটাই বেশি। বরং মার্কিন সংস্থার ক্ষেত্রে কম। আমেরিকার সরকারি তথ্য বিশ্লেষণ করে এই সংক্রান্ত রিপোর্ট তৈরি করেছে ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসি সংস্থা।

Advertisement

শীঘ্রই এইচ-১বি ভিসা সংক্রান্ত নতুন বিধি চালু করতে পারে আমেরিকা। তখন ওই ভিসা পাওয়া এখনকার তুলনায় আরও অনেক কঠিন হতে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের। আমেরিকায় ব্যবসা করা সংস্থাগুলি বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়ে যেতে এই ভিসার আবেদন করে। সব থেকে বেশি আবেদন জমা পড়ে ভারত ও চিনা কর্মীদের জন্য। পরিসংখ্যান অনুযায়ী, টিসিএস, ইনফোসিস এবং উইপ্রোর যথাক্রমে ৩১%, ৩৫% ও ৪৭% আবেদন খারিজ করেছে ওয়াশিংটন। টেক মহীন্দ্রার ক্ষেত্রে তা ৩৭%। অথচ গুগল, অ্যামাজ়ন, মাইক্রোসফট, ফেসবুক, ওয়ালমার্টের মতো আমেরিকার সংস্থার ক্ষেত্রে তা অনেকটাই কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন