বাজার নিয়ে রক্ষণশীল ভারত, মত আমেরিকার

রস এ দিন বলেন, আমেরিকা বিশ্বাস করে না ভারত জিএসপির (রফতানিতে বিশেষ ছাড়) সুবিধা পাওয়ার যোগ্য। তবে ওই ব্যবস্থার বিভিন্ন শর্ত নিয়ে ফের আলোচনা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ০১:৪০
Share:

অলঙ্করণ: শৌভিক দেবনাথ।

আমেরিকার থেকে সুবিধা নিলেও, ভারত মার্কিন সংস্থাগুলির জন্য পুরোপুরি বাজার খোলে না বলে প্রায়ই অভিযোগ তোলে ওয়াশিংটন। বিভিন্ন সময়ে এ দেশকে ‘শুল্কের রাজা’ বলে বিঁধেওছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। আর বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া ইকনমিক সামিটের মঞ্চ থেকেই ভারতকে বিশ্বের অতিমাত্রায় রক্ষণশীল দেশগুলির মধ্যে অন্যতম বলে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্য সচিব উইলবার রস। তবে একই সঙ্গে তাঁর দাবি, দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে মতপার্থক্য দূর করতে ‘সীমিত’ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

Advertisement

রস এ দিন বলেন, আমেরিকা বিশ্বাস করে না ভারত জিএসপির (রফতানিতে বিশেষ ছাড়) সুবিধা পাওয়ার যোগ্য। তবে ওই ব্যবস্থার বিভিন্ন শর্ত নিয়ে ফের আলোচনা চলছে। তাঁর মতে, এর সমাধানসূত্র অবাধ বাণিজ্যের পথে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হতে পারে। রসের কথায়, ‘‘জিএসপি (পুনরায় চালু)-কে সীমিত বাণিজ্য চুক্তি বলা যায়।’’

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যে দর কষাকষি চলছে, তা স্পষ্ট রসের কথায়। তিনি বলেন, ‘‘ভারত বা আমেরিকা, কোনও দেশের সরকারই বলেনি পাঁচ মিনিটে চুক্তি হয়ে যাবে।’’ তবে একই সঙ্গে তাঁর মন্তব্য, তাড়াতাড়ি বাণিজ্য চুক্তি না হওয়ার কারণও তিনি দেখছেন না। এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে দেখা করেন রস। কী কথা হয়েছে জানানো হয়নি। তবে সূত্রের খবর, গয়ালের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো নিয়ে। গয়ালও টুইটে বলেন, ‘‘বাণিজ্যিক সম্পর্ক পোক্ত করা ও আর্থিক সহযোগিতা নিয়ে সফল আলোচনা হয়েছে রসের সঙ্গে।’’

Advertisement

সংশ্লিষ্ট মহলের দাবি, বাণিজ্য চুক্তি নিয়ে যখন দরাদরি চলছে ভারত-আমেরিকার, তখন দুই মন্ত্রীর সঙ্গে মার্কিন বাণিজ্য সচিবের এই বৈঠক তাৎপর্যপূর্ণ। গয়ালের অবশ্য বার্তা, দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়টি জটিল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ অনেক কিছুকে বিবেচনার মধ্যে রাখতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন