Business News

৩১ মার্চই শেষ নয়, জিও-র অফার বাড়ল আরও!

এ যেন ইলাস্টিকের মতো টানাটানি খেলা! যত টানা হচ্ছে, ততই তা বাড়ছে একটু একটু করে। রিলায়েন্স জিও-র অফারের বহর দেখে এ বার এমনটাই ভাবছেন বেশির ভাগ গ্রাহক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৫৯
Share:

এ যেন ইলাস্টিকের মতো টানাটানি খেলা! যত টানা হচ্ছে, ততই তা বাড়ছে একটু একটু করে। রিলায়েন্স জিও-র অফারের বহর দেখে এ বার এমনটাই ভাবছেন বেশির ভাগ গ্রাহক।

Advertisement

ফের একবার অফারের সময়সীমা বাড়াল রিলায়েন্স জিও। ২০১৬-র অগস্ট-এ লঞ্চ হওয়ার পর থেকে এই নিয়ে জিও অফার বাড়াল বার তিনেক। বাজারে আসার পরেই ২০১৬-র ৩১ ডিসেম্বর পর্যন্ত অফার দেওয়ার কথা ঘোষণা করেছিল জিও। কিন্তু সেই অফার শেষ হওয়ার আগেই তা বাড়িয়ে করা হয়েছিল ২০১৭-র ৩১ মার্চ পর্যন্ত। সেই সময়সীমা শেষ হতে এখনও আড়াই মাস বাকি। কিন্তু তার আগেই ফের অফার বাড়ল জিও। তবে ৩১ মার্চের বদলে কবে এই অফার শেষ হবে তা নিয়ে এখনও মুখ খোলেনি সংস্থা। সংবাদ সংস্থা সূত্রে খবর, খুব শীঘ্রই নতুন একটি ট্যারিফ প্ল্যান বাজারে আনতে চলেছে জিও। যার বৈধতা থাকবে ৩০ জুন পর্যন্ত। সূত্রের খবর, ফ্রি অফার তুলে নেওয়ার আগে সংস্থা চাইছে বিভিন্ন ট্যারিফ প্ল্যানের সঙ্গে গ্রাহককে পরিচিত করিয়ে দিতে। শোনা যাচ্ছে, ৩১ মার্চের পরে ফ্রি অফার চললেও বিভিন্ন ট্যাক্স বাবদ নাকি ১০০ টাকা গুণতে হতে পারে গ্রাহকদের।

আরও পড়ুন: জলের দরে ‘জিও’ নেওয়ার সময় এই সমস্যাগুলোয় পড়ছেন না তো!

Advertisement

২০১৬-র সেপ্টেম্বর মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেশের মধ্যে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফোন কল, আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেক্সট মেসেজ-এর সুবিধা দিচ্ছে জিও। জিও বাজারে আসার পর প্রতিযোগিতায় বাজারে টিকে থাকতে রিচার্জের খরচ কমিয়েছে সমস্ত টেলিকম সংস্থা। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, এয়ারসেলের মতো বড় বড় টেলিকম সংস্থাগুলির ডেটা ও ভয়েসকল রেট এক ধাক্কায় কমে যায় অনেকটাই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এখনও জিও-র দিকেই পাল্লা ভারি রয়েছে। গত চার মাসে প্রায় সাড়ে ৭ কোটি নতুন সংযোগ দিয়েছে জিও। তবে জিও-র আনলিমিটেড অফার শেষ হওয়ার পর সেই জনপ্রিয়তা কতটা বজায় থাকবে এখন সেটাই দেখার।

আরও পড়ুন: ফের জিও চমক! ফ্রি সার্ভিস বাড়ল মার্চ পর্যন্ত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন