রাজ্যে এসে ৩৫ হাজার কোটি লগ্নির আশ্বাস পেল উত্তরপ্রদেশ

বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের প্রাক্কালে এ রাজ্য থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা লগ্নির আশ্বাস পাওয়ার দাবি করল উত্তরপ্রদেশের শিল্প দফতর। আগামী মাসে সেখানে শিল্প সম্মেলনের আগে দেশের বিভিন্ন শহরের মতো কলকাতার ‘রোড শো’-এর পরে শুক্রবার এই দাবি করেছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ০৩:০৪
Share:

উত্তরপ্রদেশের শিল্পমন্ত্রী সতীশ মাহানা

বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের প্রাক্কালে এ রাজ্য থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা লগ্নির আশ্বাস পাওয়ার দাবি করল উত্তরপ্রদেশের শিল্প দফতর। আগামী মাসে সেখানে শিল্প সম্মেলনের আগে দেশের বিভিন্ন শহরের মতো কলকাতার ‘রোড শো’-এর পরে শুক্রবার এই দাবি করেছে তারা।

Advertisement

এ দিন উত্তরপ্রদেশের শিল্পমন্ত্রী সতীশ মাহানা এবং পরিকাঠামো ও শিল্পোন্নয়ন দফতরের কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে জানান, সে রাজ্যে আইটিসি ফুড পার্ক ও সোলার পার্কে ২,০০০ কোটি টাকা ঢালবে। নগরোন্নয়ন ও রাস্তা তৈরিতে প্রায় ২৫ হাজার কোটি লগ্নি করবে শ্রেয়ী গোষ্ঠী। শিল্পমহলের সঙ্গে বৈঠকের পরে দফতর জানায়, সেঞ্চুরি প্লাই ৬০০ কোটি লগ্নি করবে ও বারাণসীতে হোটেল তৈরি করতে আগ্রহী শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া। মাহানার আশা, আসন্ন শিল্প সম্মেলনে প্রায় ১ লক্ষ কোটির লগ্নি প্রস্তাবের মউ সাক্ষর হবে।

যদিও সভায় আইন-শৃঙ্খলা ও ধর্মীয় অসহিষ্ণুতায় উত্তরপ্রদেশের ভাবমূর্তির প্রসঙ্গ তোলেন এক শিল্প কর্তা। তিনি জানান, এই সমস্যায় বছর দশেক আগে তারা দু’টি প্রকল্প গুটিয়ে নেন। তাই ভাবমূর্তির বিষয়েও রাজ্যকে সতর্ক থাকার বার্তা দেন তিনি। মাহানার অবশ্য দাবি, অপরাধীদের রেয়াত করা হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement