একের পর এক সংস্থা বহু খেলা বন্ধ করার ঘোষণা করল। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
সংসদে পাশ হয়ে গিয়েছে অনলাইনে টাকা বাজি রেখে বিভিন্ন ধরনের খেলাকে নিষিদ্ধ করার বিল। এর পরে তা আইনে পরিণত হবে। তার আগেই শুক্রবার একের পর এক সংস্থা এই ধরনের বহু খেলা বন্ধ করার ঘোষণা করল। যার মধ্যে রয়েছে উইনজ়ো, নাজ়ারা অনুমোদিত মুনসাইন টেকনোলজি বা পোকারবাজি, এমপিএল, জুপির মতো সংস্থা। সমস্ত টাকা দিয়ে খেলার প্রতিযোগিতায় দাঁড়ি টেনে দেশের অন্যতম বৃহৎ গেমিং অ্যাপ ড্রিম ১১-এর বার্তা, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে খেলাধূলার জগতে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সম্মান করে। আগামী দিনে আইন মেনে চলবে।
এ দিন তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণন বলেন, ‘‘টাকা বাজি রেখে অনলাইন খেলাগুলিতে বহু মানুষ যুক্ত হয়ে পড়েছেন। তাঁদের বড় অংশ বিরাট অঙ্কের অর্থ খুইয়েছেন এই আসক্তির কারণে। এটি কার্যত সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। তাই কেন্দ্র সেগুলি বন্ধ করতে চায়।’’ রাষ্ট্রপতির সম্মতির পরে সংসদে পাশ হওয়া বিল আইন হিসেবে কার্যকর হবে। তার পরেই নিষিদ্ধ হবে সেই সব জুয়া। ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধরনের কার্যকলাপের টাকার লেনদেনেও বসবে নিষেধাজ্ঞা। বন্ধ হবে বিজ্ঞাপন। আর নির্দেশ অমান্য করলে শাস্তি হিসেবে থাকবে আর্থিক জরিমানা এবং কারাদণ্ড। মোদী সরকার আগেই জানিয়েছে, বিনোদন বা শিক্ষামূলক ই-স্পোর্টস এবং দাবা, সুদোকুর মতো অনলাইন গেমের প্রচার ও প্রসারে কেন্দ্র সাহায্য করবে। কৃষ্ণনও জানান, টাকা বাজি রেখে জুয়া খেলা বন্ধ করে ‘ই-স্পোর্টস’ এবং ‘সোশ্যাল গেমিংকে’ উৎসাহ দিতে আগ্রহী তারা। এর উন্নয়নে গড়া হবে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে