Uber India

উবরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিরাট

বিরাটের কথায়, ‘‘একজন ক্রিকেটার হিসেবে আমি প্রচুর ট্রাভেল করি। আর উবর বুক করার ব্যক্তিগত অভিজ্ঞতাও বেশ ভাল। কী ভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে উবর এত মানুষের জীবিকার সুযোগ তৈরি করছে, সেটাও দারুণ। আমি উবরের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই উত্তেজিত।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০৯:৩৬
Share:

বিরাট কোহালি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

শহর কলকাতা হোক অথবা চেনা মফস্বল। বলা ভাল, গোটা দেশের দৈনন্দিনে এখন জাঁকিয়ে বসেছে উবর। ব্যস্ত সময়, অথবা যেখানে যানবাহন অপ্রতুল— এমন সব জায়গাতেও পৌঁছে যায় উবের। এ বার তারই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিরাট কোহালি।

Advertisement

বিরাটের কথায়, ‘‘একজন ক্রিকেটার হিসেবে আমি প্রচুর ট্রাভেল করি। আর উবর বুক করার ব্যক্তিগত অভিজ্ঞতাও বেশ ভাল। কী ভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে উবর এত মানুষের জীবিকার সুযোগ তৈরি করছে, সেটাও দারুণ। আমি উবরের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই উত্তেজিত।’’

এ প্রসঙ্গে উবর ইন্ডিয়ার প্রেসিডেন্ট অমিত জৈন বলেন, ‘‘বিরাটের মধ্য আমরা এমন এক পার্টনারের খোঁজ পেয়েছি, আমরা প্রতিদিন যে সার্ভিস দিয়ে থাকি, সেটার সঙ্গে সেই পার্টনার থাকবে। বিরাটকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে আমরা সত্যিই খুব খুশি।’’

Advertisement

আরও পড়ুন, মেহুলির লক্ষ্য কমনওয়েলথ

তবে কখনও সময় মতো ক্যাব না পাওয়া, কখনও মেট্রো বন্ধ থাকলে বা রাস্তায় কোনও অবরোধ-মিছিল হলে বাড়তি বেশ কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া অভিযোগও রয়েছে উবর সংস্থার বিরুদ্ধে। যাত্রী অসন্তোষের মুখে পড়েন বেশ কিছু উবর চালকও। এই সব সমস্যার আবহেও বিরাটের মতো ব্যক্তিত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া নিঃসন্দেহে উবরের প্রতি আস্থা বা়ড়াবে সাধারণ মানুষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন