উত্তরবঙ্গে পা

এয়ারটেলের পরে শিলিগুড়িতে ফোরজি পরিষেবা চালু করল ভোডাফোনও। উত্তরবঙ্গের শহরটির হাত ধরেই বেঙ্গল সার্কেলে ফোরজি আনার পথে পা বাড়িয়েছে ভোডাফোন।

Advertisement
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০২
Share:

এয়ারটেলের পরে শিলিগুড়িতে ফোরজি পরিষেবা চালু করল ভোডাফোনও। উত্তরবঙ্গের শহরটির হাত ধরেই বেঙ্গল সার্কেলে ফোরজি আনার পথে পা বাড়িয়েছে ভোডাফোন। সংস্থা জানিয়েছে, কলকাতায় তা চালু হয়েছে আগেই। বাকি রাজ্য তা পাবে আর কয়েক মাসের মধ্যে। অন্য দিকে এয়ারটেল জানিয়েছে, আগামী কয়েক দিনে তাদের ফোরজি-ও ছড়াবে সিকিমে। কলকাতা, খড়্গপুর, বহরমপুর ও হলদিয়ায় আগেই পরিষেবা এনেছে সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement