The Ashes 2025-26

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে লড়াই স্টার্কের, অ্যাশেজ় সিরিজ়ের ব্রিসবেন টেস্টে রাশ শক্ত করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার টেলএন্ডারদের উইকেট পেতেও লড়াই করতে হচ্ছে বেন স্টোকসদের। তাঁদের সামনে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছেন মিচেল স্টার্ক। ২২ গজে তাঁকে সঙ্গ দিচ্ছেন স্কট বোল্যান্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৮
Share:

ব্যাট হাতে লড়াই মিচেল স্টার্কের। ছবি: এক্স।

ব্রিসবেন টেস্টে ক্রমশ রাশ শক্ত করছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন সকালে ২ উইকেট হারালেও স্টিভ স্মিথের দল চা পানের বিরতিতে ১১৬ রানে এগিয়ে গিয়েছে। ২২ গজে রয়েছেন মিচেল স্টার্ক (৪৬) এবং স্কট বোল্যান্ড (৭)। অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ৪৫০। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৩৪ রান।

Advertisement

অস্ট্রেলিয়ার টেলএন্ডারদের উইকেট পেতেও লড়াই করতে হচ্ছে বেন স্টোকসদের। শুক্রবার অপরাজিত থাকা অ্যালেক্স ক্যারে এবং মাইকেল নেসেরকে আউট করতে পারলেও স্টোকসদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন স্টার্ক। দিনের শুরুতেই স্টোকসের বলে আউট হয়ে যান নেসের (১৬)। অপরাজিত থাকা আর এক ব্যাটার ক্যারে করলেন ৬৩। তাঁর ৬৯ বলের ইনিংসে রয়েছে ৬টি চার। নেসের আউট হওয়ার পর ক্যারের সঙ্গে জুটি বাঁধেন স্টার্ক।

ব্রিসবেনের ২২ গজে বিশেষজ্ঞ ব্যাটারদের মতোই ব্যাট করছেন জোরে বোলার। তৃতীয় দিনের চা পানের বিরতি পর্যন্ত ৭টি চারের সাহায্যে ৯৫ বলে ৪৬ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ভরসা দিচ্ছেন বোল্যান্ডও। তিনি ৭ রান করেছেন ২ বল খেলে। নবম উইকেটে তাঁদের জুটিতে উঠেছে ৩৬ রান।

Advertisement

ইংল্যান্ড অধিনায়ক স্টোকস ১১৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৪৪ রানে ৩ উইকেট ব্রাইডন কার্সের। ক্যারেকে আউট করেছেন গাস অ্যাটকিনসন। তিনি ৮৫ রানে ১ উইকেট নিয়েছেন। এ ছাড়া জফ্রা আর্চারের ৮৭ রানে ১ উইকেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement