এ বার তিন মাসের জন্য বিনামূল্যে মিলবে ‘ভোডাফোন প্লে’ পরিষেবা। ভোডাফোনের দাবি, ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপ ব্যবহার করে নিখরচায় ভিডিও বা সিনেমা দেখা, গান শোনা যাবে। ক্রমশই স্মার্ট ফোনে গান শোনা বা টিভি দেখার জনপ্রিয়তা বাড়ছে, তাই এই উদ্যোগ বলে দাবি সংস্থার।