Business News

জিওকে রুখতে মিশে গেল আইডিয়া-ভোডাফোন

এত দিন নানা সূত্রে খবরটা পাওয়া যাচ্ছিল। এ বার আনুষ্ঠানিক ভাবে ‘মিশে যাওয়া’র কথা ঘোষিত হল।আইডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে ভোডাফোন। সোমবার এক বিবৃতিতে এ কথা জানায় ব্রিটিশ টেলিকম সংস্থাটির ভারতীয় শাখা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১১:০৮
Share:

এত দিন নানা সূত্রে খবরটা পাওয়া যাচ্ছিল। এ বার আনুষ্ঠানিক ভাবে ‘মিশে যাওয়া’র কথা ঘোষিত হল।

Advertisement

আইডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে ভোডাফোন। সোমবার এক বিবৃতিতে এ কথা জানায় ব্রিটিশ টেলিকম সংস্থাটির ভারতীয় শাখা।

বাজারে রিলায়্যান্স জিও আসার পর থেকেই ভারতের টেলিকম ও নেট দুনিয়ায় ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়ে ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থাগুলি। জিও-র বাম্পার অফারের কাছে কার্যত হার শিকার করতে হয় এই টেলিকম সংস্থাগুলিকে।

Advertisement

আরও পড়ুন: কর বাঁচাতে হাতে আর ১১ দিন

জিও আসার পর থেকেই কার্যত লাভের হার কমতে শুরু করে ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থাগুলির। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সবচেয়ে কম লাভ হয়েছে বলে এয়ারটেল সূত্রে খবর।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভোডাফোন-আইডিয়া মিলে গেলে ভারতের টেলিকম বাজারে একটা জোয়ার আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement