শুরুর তালিকায় কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল সার্কলের নাম নেই। —প্রতীকী চিত্র।
আগামী মাসেই দেশে ৫জি পরিষেবা চালু করছে ভোডাফোন আইডিয়া (ভি)। তবে শুরুর তালিকায় কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল সার্কলের নাম নেই। অর্থাৎ ভি-র ৫জি আসার অপেক্ষায় বসে আছেন কলকাতা-সহ গোটা রাজ্যের যে সব গ্রাহক, তাঁরা অন্তত এই দফায় তা পাবেন না।
মঙ্গলবার ভি জানিয়েছে, প্রথম পর্যায়ে পাঁচটি জায়গায় ৫জি আনছে তারা। মার্চে প্রথম শুরু হবে মুম্বইয়ে। এপ্রিলে দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড় ও পটনার গ্রাহকদের। অর্থাৎ পূর্ব ভারতে কলকাতার আগেই পটনায় উন্নত পরিষেবা চালু করবে ভি। কলকাতা বা এ রাজ্যের অন্যান্য অঞ্চলে কবে সেই সুবিধা আসবে, এ দিন তার সদুত্তর মেলেনি। তবে সূত্রের খবর, জুন-জুলাইয়ের মধ্যে কলকাতাতেও তা চালু হতে পারে। সার্বিক ভাবে সংস্থার স্বাস্থ্য যে কিছুটা ভাল হয়েছে, তা স্পষ্ট অক্টোবর-ডিসেম্বরের আর্থিক ফলে। লোকসান কমে হয়েছে ৬৬০৬ কোটি টাকা। এক বছরে ঋণের বোঝাও ৫৩০০ কোটি কমেছে। উল্লেখ্য, এর আগে ভি-র জানিয়েছিল, দেশের যে সার্কলগুলিতে তাদের ডেটা ব্যবহার হয় বেশি, সেই হিসাব অনুযায়ী ৫জি পরিষেবা চালু করা হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে