ভোডাফোনের ৪জি

শীঘ্রই পশ্চিমবঙ্গ-সিকিম সার্কেলে ৪জি পরিষেবা চালু করতে চায় ভোডাফোন। তার প্রস্তুতির জন্য ওই সার্কেলের গ্রাহকদের ৪জি সহায়ক ‘সিম’ বণ্টন শুরু করল সংস্থা। তারা জানিয়েছে, গ্রাহকেরা নিখরচায় তাঁদের সিম বদলে ৪জি সিম নিতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০৩:৫৬
Share:

শীঘ্রই পশ্চিমবঙ্গ-সিকিম সার্কেলে ৪জি পরিষেবা চালু করতে চায় ভোডাফোন। তার প্রস্তুতির জন্য ওই সার্কেলের গ্রাহকদের ৪জি সহায়ক ‘সিম’ বণ্টন শুরু করল সংস্থা। তারা জানিয়েছে, গ্রাহকেরা নিখরচায় তাঁদের সিম বদলে ৪জি সিম নিতে পারবেন। তবে তাঁদের ফোন ৪জি পরিষেবা সহায়ক হতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement