আমেরিকায় ডিজেল অডি এবং ফোক্সভাগেন গাড়ি বিক্রি বন্ধ রাখছে ফোক্সভাগেন

আমেরিকায় ডিজেল চালিত অডি এবং চারটি সিলিন্ডারযুক্ত ফোক্সভাগেন ব্র্যান্ডের গাড়ি বিক্রি সাময়িক ভাবে বন্ধ রাখছে জার্মান বহুজাতিকটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফোক্সভাগেনের গাড়িগুলি তৈরির সময় সংস্থা কার্বন নির্গমন সংক্রান্ত আইন ভেঙেছে বলে সম্প্রতি খবর প্রকাশ্যে এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৮
Share:

আমেরিকায় ডিজেল চালিত অডি এবং চারটি সিলিন্ডারযুক্ত ফোক্সভাগেন ব্র্যান্ডের গাড়ি বিক্রি সাময়িক ভাবে বন্ধ রাখছে জার্মান বহুজাতিকটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফোক্সভাগেনের গাড়িগুলি তৈরির সময় সংস্থা কার্বন নির্গমন সংক্রান্ত আইন ভেঙেছে বলে সম্প্রতি খবর প্রকাশ্যে এসেছে। তার পরই বিক্রি বন্ধের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফোক্সভাগেন। অভিযোগ প্রমাণিত হলে সংস্থার ১,৮০০ কোটি ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

Advertisement

জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত সে দেশে প্রায় ২.৪০ লক্ষ গাড়ি বিক্রি করেছে ফোক্সভাগেন। তার মধ্যে অগস্টে আমেরিকায় বিক্রি হওয়া সংস্থার গাড়ির ২৩ শতাংশই এই নিয়ম ভেঙেছে বলে প্রকাশ। মার্কিন সরকারি সূত্র অনুসারে, ৪.৮২ লক্ষ গাড়ির ক্ষেত্রেই তা চলাকালীন কার্বন নির্গমন প্রক্রিয়া বন্ধ করার ব্যবস্থা রেখেছিল ফোক্সভাগেন। এক মাত্র পরীক্ষা করতে গেলেই তা চালু হয়। বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়েছেন ফোক্সভাগেন কর্তা মার্টিন উইন্টারকর্ন। ইতিমধ্যেই বাইরের সংস্থাকে দিয়ে তদন্তও করানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement