Facebook

দায়িত্ব নেবার সাত মাসের মধ্যেই হোয়াটসঅ্যাপের সিবিও-র পদ থেকে ইস্তফা ভারতীয় বংশোদ্ভূত নীরজ অরোরার

চলতি বছরের মে মাসে হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা জ্যান কোউম সংস্থা থেকে পদত্যাগ করার পর দায়িত্ব দিয়ে ভারতীয় বংশোদ্ভূত নীরজ অরোরাকে এই পদে নিয়ে আসা হয়। ২০১১ সালে এই সংস্থায় যোগদান করেন তিনি। দীর্ঘদিনের সেই সম্পর্ক শেষ করে শুধু চিফ বিজনেস অফিসার পদ থেকেই নয়, হোয়াটসঅ্যাপ সংস্থা থেকেই ইস্তফা দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৬:৫৪
Share:

ফেসবুকের চিফ বিজনেস অফিসার পদ থেকে ইস্তফা নীরজ অরোরার।

দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপের চিফ বিজনেস অফিসার পদ থেকে ইস্তফা দিলেন নীরজ অরোরা। গুগলের সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সত্য নাদেল্লার পর তিনি তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত যিনি একটি বড় মাপের ইন্টারনেট সংস্থার দায়িত্ব নিয়েছিলেন।

Advertisement

চলতি বছরের মে মাসে হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা জ্যান কোউম সংস্থা থেকে পদত্যাগ করার পর নীরজকেই দায়িত্ব দিয়ে এই পদে নিয়ে আসা হয়। তবে হোয়াটসঅ্যাপের সঙ্গে নীরজের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১১ সালে এই সংস্থায় যোগদান করেন তিনি। দীর্ঘদিনের সেই সম্পর্ক শেষ করে শুধু চিফ বিজনেস অফিসার পদ থেকেই নয়, হোয়াটসঅ্যাপ সংস্থা থেকেই ইস্তফা দিয়েছেন তিনি।

ফেসবুক সংস্থার মালিক মার্ক জুকারবার্গও দিল্লি আইআইটি থেকে ২০০০ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি প্রাপক এই স্কলারের কাজে অত্যন্ত খুশি ছিলেন বলে জানা যায়।

Advertisement

বিদায়ের বার্তা দিয়ে নীরজ এই সংস্থার সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন গত মে মাসে সংস্থা থেকে পদত্যাগ করা হোয়াটসঅ্যাপের দুই জ্যান কোউম এবং ব্রায়ান অ্যাক্টনকেও।

আরও পড়ুন: ওয়েব চেক ইন-এ বাড়তি টাকা দাবি! উড়ান সংস্থাকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলল মন্ত্রক

যদিও বিশেষজ্ঞ মহলে ধারণা নীরজ এমন সময় পদত্যাগ করলেন, যখন বিশ্বব্যাপী ‘ফেক নিউজ’ বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার সমস্যা ক্রমাগত বেড়েই চলেছে। এই বছরেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘ফেক নিউজ’ ও তথ্য যাচাইয়ের মতন ব্যাপার গুলি সম্পর্কে শিক্ষিত করতে ভারত ও ব্রাজিলের মতো জনবহুল দেশগুলিতে প্রচার চালিয়েছে।

আরও পড়ুন: নজর বৈদ্যুতিক গাড়িতে, তবু বাড়বে পেট্রল পাম্প

তবে নীরজ আশ্বস্ত করেছেন বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীদের। জানিয়েছেন হোয়াটসঅ্যাপ একইরকম সহজ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুক অধিকৃত ইনস্টাগ্রাম থেকেও পদত্যাগ করেছেন ইনস্টাগ্রামের দুই সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম ও মাইক ক্রিয়েগার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement