রাজারহাটে এস ই জেড গড়তে কেন্দ্রকে আর্জি উইপ্রোর

রাজারহাটে বিশেষ আর্থিক অঞ্চল বা এসইজেড গড়ার জন্য কেন্দ্রীয় সরকারের ওই সংক্রান্ত পরিচালন পর্ষদ বা বোর্ড অব অ্যাপ্রুভালসের কাছে আবেদন জানিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো। ২২ জুন পর্ষদের আগামী বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ০৮:১৮
Share:

রাজারহাটে বিশেষ আর্থিক অঞ্চল বা এসইজেড গড়ার জন্য কেন্দ্রীয় সরকারের ওই সংক্রান্ত পরিচালন পর্ষদ বা বোর্ড অব অ্যাপ্রুভালসের কাছে আবেদন জানিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো। ২২ জুন পর্ষদের আগামী বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

Advertisement

সল্টলেকে সেক্টর ফাইভে সংস্থার বর্তমান ক্যাম্পাস রয়েছে। ২০০৪ সালে চালু হয় এই ক্যাম্পাস। প্রসঙ্গত দেশে এটাই প্রথম তথ্যপ্রযুক্তি বিশেষ আর্থিক অঞ্চল। স্থানাভাবের কারণে বর্তমান ক্যাম্পাস সম্প্রসারণ করছে উইপ্রো। ১৮ লক্ষ বর্গ ফুটের বেশি এলাকার বর্তমান ক্যাম্পাসে আর ফাঁকা জায়গা অবশিষ্ট নেই। নতুন কর্মী নেওয়ার সুযোগও নেই। উল্লেখ্য, গত বছরই রাজ্য সরকারকে তারা জানিয়েছে, আড়াই হাজার কর্মী নেওয়া হবে।

রাজারহাটে ৫০ একর জমি জুড়ে দ্বিতীয় ক্যাম্পাসের পরিকল্পনা আগেই নিয়েছিল সংস্থা। সেই সূত্রেই এ বার এসইজেড অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে তারা। ২০১০ সালে ৭৫ কোটি টাকার বিনিময়ে কেনা জমিতে এসইজেড তৈরির কথা। সংস্থার পরিকল্পনা অনুযায়ী ২০ হাজার কর্মী এখানে কাজ করবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন