Alight Solutions

মার্কিন সংস্থার সঙ্গে বড়সড় চুক্তি উইপ্রোর

দেড়শো কোটি মার্কিন ডলারের বরাত পেল উইপ্রো।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪১
Share:

দেড়শো কোটি মার্কিন ডলারের বরাত পেল উইপ্রো।

Advertisement

সফটওয়্যার পরিষেবা রফতানিকারী সংস্থা উইপ্রোর ইতিহাসে সব থেকে বড় চুক্তি! সম্প্রতি তারা চুক্তিবদ্ধ হয়েছে মার্কিন সংস্থা অ্যালাইট সলিউসনের সঙ্গে।

রবিবার সংস্থার তরফে জারি করা এক বিবৃতিতে চুক্তির বিষয়টি উইপ্রোর তরফে জানানো হয়েছে। এ বছরের জুলাই মাসেই এই চুক্তির বিষয়ে ইঙ্গিত দিয়েছিল উইপ্রো।

Advertisement

উইপ্রোর তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, অ্যালাইট সলিউসনের সঙ্গে চুক্তির বিষয়টি সামনে আসতেই তাদের শেয়ারের মূল্য অনেকটাই বেড়ে গিয়েছে। গত সাত মাসের মধ্যে শুক্রবার তাদের শেয়ার ছিল সর্বাধিক।শেয়ার প্রতি দাম ২.৫৩ শতাংশ বেড়ে হয়েছে ৩০৬.৫ টাকা। উইপ্রোর তরফে আশা, সেপ্টেম্বর মাসের মধ্যেই চুক্তির বিষয়টি সম্পূর্ণ হবে। এই প্রকল্পে তাদের লাভের পরিমাণ দাঁড়াবে দেড়শো থেকে একশো ষাট কোটি মার্কিন ডলারের মতো।

আরও পড়ুন: নিষ্ফলা নোটবন্দি, মাথার ঘাম পায়ে ফেলে শেষে মিলল এই!

(মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি - অর্থনীতির সব খবর বাংলায় পেয়ে যান আমাদের ব্যবসা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন