জিএমের ‘শীর্ষে’ ভারতের দিব্যা

এই মুহূর্তে বেশ কিছু বহুজাতিক সংস্থার শীর্ষপদে রয়েছেন মহিলারা। পেপসিকোর ইন্দ্রা নুয়ি থেকে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লকহিড মার্টিনের সিইও মেরিলিন হিউসন। কিন্তু এই সংখ্যাও হাতে গোনা। সেই অর্থে দিব্যাও এক বিপ্লব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ০২:৫৭
Share:

দিব্যা সূর্যদেবরা।

গাড়ির স্টিয়ারিং হাতে সৌদি আরবের রাজকুমারীর ছবি শোরগোল ফেলে দিয়েছিল সারা বিশ্বে। রক্ষণশীল দেশে মহিলাদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞাকে উড়িয়ে ঘটেছিল বিপ্লব।

Advertisement

এ বার বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি সংস্থা জেনারেল মোটরসের (জিএম)আর্থিক পরিচালনার (সিএফও) স্টিয়ারিংও হাতে নিলেন এক মহিলা। জন্মসূত্রে ভারতীয় দিব্যা সূর্যদেবরা। সেই সঙ্গে গাড়ি শিল্পে তৈরি হল নতুন নজির। যেখানে সংস্থার সিইও (মেরি বাররা) এবং সিএফও, দুই শীর্ষ পদেই থাকবেন মহিলা। সেই গাড়ি শিল্পে, যেখানে তার বেশির ভাগ বিজ্ঞাপনে পুরুষালি আবেদনের হাতছানি। অধিকাংশ বহুজাতিক সংস্থার শীর্ষ পদেও বরাবর আস্থা পুরুষদের প্রতিই।

এই মুহূর্তে বেশ কিছু বহুজাতিক সংস্থার শীর্ষপদে রয়েছেন মহিলারা। পেপসিকোর ইন্দ্রা নুয়ি থেকে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লকহিড মার্টিনের সিইও মেরিলিন হিউসন। কিন্তু এই সংখ্যাও হাতে গোনা। সেই অর্থে দিব্যাও এক বিপ্লব।

Advertisement

ইন্দ্রা নুয়ি পেপসিকো (সিইও)

মেরি বাররা জেনারেল মোটরস (সিইও)

রুথ পোরাট গুগ্‌ল (সিএফও)

জিন্নি রোমেটি আইবিএম (সিইও)

মার্কিন গাড়ি শিল্পের আঁতুরঘর ডেট্রয়েটের সংস্থা জিএম অবশ্য এ ব্যাপারে অনেকটাই এগিয়ে। ২০১৪ সাল থেকে সংস্থার সিইও-র দায়িত্ব সামলাচ্ছেন মেরি। সেখানেই ১ সেপ্টেম্বর থেকে সিএফও পদে আসবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট ফিনান্স) দিব্যা। এ দিন টুইটে তাঁকে অভিনন্দন জানান মেরি।

নুয়ির মতো দিব্যারও জন্ম চেন্নাইয়ে। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক, স্নাতকোত্তরে পড়ার পরে পাড়ি আমেরিকায়। ২২ বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ। ইউবিএস, পিডব্লিউসি ঘুরে ২০০৫ সালে যোগ দেন জিএমে। তখন তাঁর বয়স ২৫ বছর।

এর মধ্যে ২০০৮ সালের মন্দায় দেউলিয়া জিএম মার্কিন ত্রাণ প্রকল্পের সাহায্যে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। হাল ধরেন মেরি। সিএফও-র দায়িত্ব নেওয়ার পরে সেই মেরিকেই ‘রিপোর্ট’ করবেন দিব্যা। ভারতে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের ডিজি বিষ্ণু মাথুর অবশ্য বৃহস্পতিবার এ প্রসঙ্গে দিল্লি থেকে ফোনে বলেন, ‘‘সংস্থা দক্ষতাকেই প্রাধান্য দেয়। লিঙ্গ বৈষম্যকে নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন