বজবজে টার্মিনাল, জমি খুঁজছে আইওসি

রাজ্যে ইতিমধ্যেই ইন্ডিয়ান অয়েলের (আইওসি) ৮টি টার্মিনাল রয়েছে। আগামী ১৫ বছরে তেলের চাহিদা বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে আরও দুটি গড়ার পরিকল্পনা সংস্থার। অমিতাভবাবু বলেন, ‘‘বজবজে টার্মিনাল গড়ে তুলতে জমি জোগাড়ের কাজ শুরু হয়েছে। এ ছাড়া রাজবাঁধ টার্মিনাল সম্প্রসারণের জন্যও প্রায় ৪৪ কোটি টাকার প্রকল্প কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’’

Advertisement

সুব্রত সীট

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ০২:৩০
Share:

রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েলের নতুন টার্মিনাল গড়ার জন্য বজবজে জমি খোঁজার কাজ শুরু হয়েছে। সংস্থার মুখ্য জেনারেল ম্যানেজার (অপারেশন্স) অমিতাভ মজুমদার এ কথা জানিয়ে বলেন, এর পাশাপাশি রাজ্যে তেলের চাহিদা মেটাতে রাজবাঁধের টার্মিনালটির সম্প্রসারণ প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

Advertisement

রাজ্যে ইতিমধ্যেই ইন্ডিয়ান অয়েলের (আইওসি) ৮টি টার্মিনাল রয়েছে। আগামী ১৫ বছরে তেলের চাহিদা বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে আরও দুটি গড়ার পরিকল্পনা সংস্থার। অমিতাভবাবু বলেন, ‘‘বজবজে টার্মিনাল গড়ে তুলতে জমি জোগাড়ের কাজ শুরু হয়েছে। এ ছাড়া রাজবাঁধ টার্মিনাল সম্প্রসারণের জন্যও প্রায় ৪৪ কোটি টাকার প্রকল্প কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’’ সম্প্রসারণ প্রকল্পের জমির জন্য ইতিমধ্যেই সংস্থার পরিত্যক্ত আবাসন সরিয়ে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজবাঁধে প্রায় ৪৭ একরে আইওসি টার্মিনাল গড়ে ১৯৬৭ সালে। হলদিয়া শোধনাগার থেকে হলদিয়া-মৌড়িগ্রাম-রাজবাঁধ পাইপলাইন ও হলদিয়া-বারাউনি পাইপলাইন দিয়ে এখানে তেল আসে। এ ছাড়া ২৬% তেল আসে রেলের মাধ্যমে। মুখ্য টার্মিনাল ম্যানেজার বিনীত অগ্রবাল জানিয়েছেন, গত ২৯ মার্চ রাজবাঁধ সম্পূর্ণ স্বয়ংক্রিয় টার্মিনালের মর্যাদা পেয়েছে। তাঁর দাবি, বরাত দেওয়া থেকে তেল পৌঁছনো, পুরো প্রক্রিয়াটাই স্বয়ংক্রিয় ভাবে নিয়ন্ত্রিত হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement